ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ার বিক্রির চাপেও লেনদেন বেড়েছে

পুুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৩:৩৬, ২৮ নভেম্বর ২০১৭

পুুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণে সূচকের পতন ঘটেছে। যার কারণে সার্বিক লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৯২৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৮ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৯০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও একপর্যায়ে শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফু-ওয়াং ফুড, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, পদ্মা লাইফ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এপেক্স ফুড, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সালভো কেমিক্যাল, নুরানী ডাইং, উসমানিয়া গ্লাস ও কাসেম ড্রাইসেল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, আইসিবি, ইস্টার্ন কেবল, মেঘনা পেট, দুলা মিয়া কটন, মেঘনা কনডেন্স মিল্ক ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিক, এবি ব্যাংক, ফু-ওয়াং ফুড, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, নুরানী ডাইং, বিডি ফাইন্যান্স ও প্যারামাউন্ট টেক্সটাইল।
×