ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান;###;সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান);###;মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৩:৩৩, ২৮ নভেম্বর ২০১৭

এসএসসি পদার্থবিজ্ঞান

৬১। পারমাণবিক সাবমেরিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : নিউক্লিয় শক্তি যান্ত্রিক শক্তিতে ৬২। গাঁজন কাকে বলে? উত্তর : যে বিক্রিয়ার সাহায্যে প্রাণীর গোবর, গাছপালার পাতা বায়োগ্যাসে রূপান্তরিত হয় তাকে বায়োগ্যাস বলে। ৬৩। ফটোভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : তড়িৎ শক্তি ৬৪। টেলিগ্রাফ বা রেডিওর প্রেরক যন্ত্রে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : শব্দ শক্তি তড়িৎ শক্তি ৬৫। গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি ৬৬। বাতি জ¦লতে থাকলে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : বিদ্যুৎশক্তি তাপ ও আলোক শক্তিতে ৬৭। দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? উত্তর : তড়িৎ শক্তিতে ৬৮। পাওয়ার স্টেশনে কয়লা ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তর : তাপশক্তি ৬৯। ১ অশ^ক্ষমতা (ঐচ) = কত ওয়াট? উত্তর : ৭৪৬ ওয়াট ৭০। ক্ষমতার একককে কী বলে? উত্তর : ওয়াট ৭১। এক - ওয়াট ঘণ্টা = কত জুল? উত্তর : ৩৬০০ ঔ ৭২। এক কিলোওয়াট - ঘণ্টা = কত জুল? উত্তর : ৩.৬ ১০৬ ঔ ৭৩। কোন শক্তির বদৌলতে আমরা চলাফেরা করি? উত্তর : যান্ত্রিক শক্তির ৭৪। ইঞ্জিনের কর্মদক্ষতা কিসে প্রকাশ করা হয়? উত্তর : শতকরায় ৭৫। এক - ওয়াট কী? উত্তর : এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক - ওয়াট বলে। ৭৬। জলবিদ্যুৎ কী? উত্তর : পানির প্রবাহ বা ¯্রােতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে।
×