ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ভাবীকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০১:২৫, ২৭ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় ভাবীকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নিজ ভাবীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে হান্নান মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত হান্নান মিয়ার বাড়ি কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামে। রায়ের বিবরণে প্রকাশ, কান্দাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী নাছিমা খাতুনের সঙ্গে তার দেবর হান্নান মিয়ার হান্নান মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ৮ জুন হান্নান মিয়ার ছেলে হামজা বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে নাছিমা খাতুন বাঁধা দেন। এ নিয়ে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে হান্নান মিয়া তার ভাবী নাছিমা খাতুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে ঘটনার পরদিন হান্নান মিয়াকে একমাত্র আসামী করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৩ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) এ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট পুরবী কুন্ডু।
×