ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন আরও ৩ ব্যাংক আসছে

প্রকাশিত: ০১:১২, ২৭ নভেম্বর ২০১৭

নতুন আরও ৩ ব্যাংক আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন আরো ৩টি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। দেশে বিদ্যমান ৬৩ টি ব্যাংকের মধ্যে নতুন আরো তিন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে রয়েছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে।
×