ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ফেরতের চুক্তি ধোঁকাবাজির রাজনীতি ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:০২, ২৭ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা ফেরতের চুক্তি ধোঁকাবাজির রাজনীতি ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে তা ধোঁকাবাজির রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রবিবার বিকেলে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, এই চুক্তির বিষয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কী এমন সমঝোতা হলো যে, আপনি আপনার বাংলাদেশের স্বার্থটিকে বুঝে না নিয়ে মিয়ানমারের স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দিলেন? তিনি বলেন, জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এই চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। রোহিঙ্গারা কোথায় যাবে? কোথায় গিয়ে বাস করবে? তাদের ঘর নাই, দুয়ার নাই। সব পুড়িয়ে ফেলা হয়েছে। তারা কোথায় গিয়ে বাস করবে? খাওয়ার কিছু নাই। তাহলে কার কাছে দিচ্ছেন, তাদেরকে আবার বাঘের মুখে ফিরিয়ে দিচ্ছেন? আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। সিটি নির্বাচন সরকার ও ইসির জন্য অগ্নিপরীক্ষা- মোশাররফ ॥ একাদশ সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
×