ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর চট্টগ্রামে নয় সরকারী স্কুলে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ০৬:০৫, ২৭ নভেম্বর ২০১৭

৩০ ডিসেম্বর চট্টগ্রামে নয় সরকারী স্কুলে ভর্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরীর ৯টি সরকারী স্কুলে ৫ম হতে ৯ম শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার। মোট ৪ হাজার ৫০টি আসনের জন্য অন লাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, নগরীর ৯টি সরকারী স্কুলে ৫ম শ্রেণীতে ২০৪০টি, ৬ষ্ঠ শ্রেণীতে ৭৪৫টি, ৭ম শ্রেণীতে ১৪০টি, ৮ম শ্রেণীতে ২৪৫টি এবং ৯ম শ্রেণীতে ৮শ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ম শ্রেণীর ক্ষেত্রে ভর্তি করা হবে মেধাভিত্তিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ওপর। আর ৪র্থ হতে ৫ম ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ হাবিবুর রহমান জানান, ৪০৫০টি আসনে ভর্তিতে নগরীর ৯টি সরকারী স্কুলকে তিনটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে প্রতি ক্লাস্টারের যে কোন একটি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে। এর মধ্যে ‘ক’ ক্লাস্টারে রাখা হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় (বালক শাখা) এবং ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে। ‘খ’ ক্লাস্টারে রাখা হয়েছে নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়, হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয় এবং সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে। আর ‘গ’ ক্লাস্টারে রয়েছে সরকারী মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় (বালিকা)।
×