ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনফ্যান্ট্রি রেজি : সেন্টারে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৬:০৫, ২৭ নভেম্বর ২০১৭

ইনফ্যান্ট্রি রেজি : সেন্টারে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ২০১৭-২ ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আনন্দঘর ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন আর্মি ট্রিনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম। এর আগে রিক্রুটদের শপথ গ্রহণ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আর্মি ট্রিনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, যুগোপযোগী, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। রিক্রুটদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে আজ তোমরা একদল তরুণ উজ্জ্বল রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগদান করলে। দেশমাতৃকার প্রতি অবিচল থেকে এই প্রশিক্ষণকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সততা, কর্মনিষ্ঠতার মাধ্যমে দেশ ও জনগনের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রিক্রুটদের শপথবাক্য পাঠ করান মেজর এসএম আমিনুল ইসলাম। প্যারেড কমান্ডার ছিলেন মেজর হাসান হাফিজুর রহমান। এ বছর সব বিষয়ে রিক্রুট হিসেবে বিবেচিত হন, রিক্রুট সবাব মিয়া, দ্বিতীয় হন ফুল বাবু মিঞা। প্রধান অতিথি তাদের হাতে প্রশিক্ষণকালীণ শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
×