ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যথাসময়ের মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ২৭ নভেম্বর ২০১৭

যথাসময়ের মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ নবেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের যে সমঝোতার স্বাক্ষর হয়েছে, তাতে যথা সময়ের মধ্যেই রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। আন্তর্জাতিকভাবে বিশে^র সমস্ত নেতারাও এটাই চাচ্ছেন তারা যেন যথাসময়ে নিজ দেশে ফিরে যেতে পারে। দেশে জঙ্গীবাদ প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, আমি দেশের প্রতিটি উপজেলায় ঘুরেছি। বাংলাদেশের মানুষ এত ভ্রাতৃত্ববোধে আবদ্ধ যে, একে অপরের বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো মানুষ বাংলাদেশ ছাড়া আমি আর কোথাও দেখিনি। আলেম-ওলামারা আমাদের পাশে থাকলে এদেশে আর কোন জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। রবিবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ওলামা-মাশায়েখ ফোরাম, শরীয়তপুরের উদ্যোগে ‘জঙ্গীবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশ-২০১৭’ এর সমাবেশ প্রধান অতিথির বক্ত্যবে মন্ত্রী এসব কথা বলেন। উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, বিপিএম; পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য নাভানা আক্তার, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের এডিশনাল আইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আক্তার প্রমুখ।
×