ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মশারি বিতরণ ॥ ১০ গুণীকে সম্মাননা

প্রকাশিত: ০৬:০৩, ২৭ নভেম্বর ২০১৭

মশারি বিতরণ ॥ ১০ গুণীকে সম্মাননা

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২৬ নবেম্বর ॥ পানছড়ি উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু সর্বোত্তম চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। তিনি বলেন, স্বাস্থ্যবান্ধব সরকার প্রদত্ত এই মশারিকে যত্নের পাশাপাশি যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এর বিতরণ কার্যক্রমে ছিল পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর পানছড়ি ব্যবস্থাপক প্রিয়লাল চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা। ১০ গুণীকে সম্মাননা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বৃহত্তর ময়মনসিংহের ১০ গুণীজনকে প্রেসক্লাব পদক দিয়ে সম্মাননা জানিয়েছে জেলা প্রেসক্লাব। শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ফারমার্স ব্যাংকের অডিট চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতি পদকপ্রাপ্ত গুণীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। সাংবাদিকতায় শ্যামলেন্দু পাল, জিয়া উদ্দিন আহমেদ, সুলতান, সুলতান উদ্দিন খান (মরণোত্তর), রফিকুল ইসলাম রতন ও মোস্তফা বাবুল এবং সাহিত্যে ছড়াকার আনজীর লিটন, ড. আমিনুর রহমান সুলতান, কবি মাহমুদ কামাল, কবি আশরাফ মীর ও কব্ িসোহরাব পাশাকে এই পদক দেয়া হয়েছে।
×