ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে কেমিক্যাল কারখানা অপসারণ দাবি

প্রকাশিত: ০৬:০১, ২৭ নভেম্বর ২০১৭

রূপগঞ্জে কেমিক্যাল কারখানা অপসারণ দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় অবস্থিত ওয়াটা কেমিক্যাল কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাবাসী। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হারিজ মিয়া, মতি মিয়া, ইব্রাহীম মিয়া, মহসিন মিয়া, রতন, প্রশান্ত, আক্তার হোসেন, আব্দুল কাদির প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যখন ওয়াটা কেমিক্যাল কারখানাটি এখানে স্থাপন করা হয় তখনই এলাকাবাসীর পক্ষ থেকে স্থাপন করতে নিষেধ করা হয়েছিল। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে এবং এলাকাবাসীকে তোয়াক্কা না করে কারখানাটি চালু করা হয়। ওয়াটা কেমিক্যাল কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করা হয়। কারখানাটি জনবহুল এলাকায় স্থাপন করা হয়েছে। কারখানার বিষাক্ত গ্যাস ও বর্জ্যরে কারণে মঙ্গলখালী, কাটাখালী, মোকিব নগড়, পাবই, ঠাকুরবাড়ীরটেক, বানিয়াদি এলাকার মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাস ছাড়া হয়। ঘুমন্ত অবস্থায়ও মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গত ৫ জুলাই ওয়াটা কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসে নারী-পুরুষ, শিশুসহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েন।
×