ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সনদ দিয়ে বাউফলে চাকরি করছেন সিইসির ছোট ভাই...!

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ নভেম্বর ২০১৭

সনদ দিয়ে  বাউফলে চাকরি করছেন সিইসির  ছোট ভাই...!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ নবেম্বর ॥ বিএড ডিগ্রীর ভুয়া সনদ দিয়ে একটি হাইস্কুলে চাকরি করছেন প্রধান নির্বাচন কমিশনারের ছোট ভাই কেএম নাসির উদ্দিন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ছোট ভাই কেএম নাসির উদ্দিন বজলুর রহমান ফাউন্ডেশন গার্লস সেমিনারির সহকারী শিক্ষক থাকাকালীন ২০০৬ ও ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পটুয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণে অংশ নিয়ে অকৃতকার্য হন। পরে তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে পুনরায় বিএড প্রশিক্ষণ নেয়ার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাছে ১ বছরের ছুটির আবেদন করেন। ম্যানেজিং কমিটি ২০১০ সালের জুন থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত প্রশিক্ষণের জন্য তার ১ বছরের ছুটি অনুমোদন করে। পরে কেএম নাসির উদ্দিন আরও ৬ মাস ছুটি বাড়ানোর আবেদন করলে ম্যানেজিং কমিটি তাও মঞ্জুর করে। এরপরও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড প্রশিক্ষণে অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি। পরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে বিএড প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার একটি সনদপত্র তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন। এরপরই প্রশিক্ষণের জন্য ছুটির সন, সময় ও পাসের সনদ নিয়ে বিতর্কের ঝড় উঠলে পটুয়াখালীর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে তার বিএড ডিগ্রীর সনদপত্র ভুয়া বলে নিশ্চিত হন। এদিকে বিএড ডিগ্রীর ভুয়া ওই সনদপত্র দিয়ে কেএম নাসির উদ্দিন বজলুর রহমান ফাউন্ডেশন গার্লস সেমিনারির সহকারী শিক্ষক পদ থেকে ২০১৬ সালের ৩ জানুয়ারি নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে বর্তমানে চাকরি করছেন ।
×