ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়রথ থামল হেইঙ্কেসের বেয়ার্নের

প্রকাশিত: ০৫:৩২, ২৭ নভেম্বর ২০১৭

জয়রথ থামল হেইঙ্কেসের বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ কার্লো আনচেলত্তির বরখাস্তের পর চতুর্থ মেয়াদে বেয়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নেন জাপ হেইঙ্কেস। নতুন করে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার পর তার অধীনে বেশ ভালই খেলছিল বেয়ার্ন। কিন্তু শনিবার বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের কাছে ২-১ গোলে হেরে যায় তার দল। সেইসঙ্গে হেইঙ্কেসের অধীনে জার্মান বুন্দেসলিগায় টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙ্গে যায় বেয়ার্নের। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর বেয়ার্ন লেভারকুসেনের কাছে হেরেছিল বেয়ার্ন। হেইঙ্কেস তখন জার্মান জায়ান্টদের তৃতীয় মেয়াদের কোচ ছিলেন। চতুর্থ মেয়াদে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের কোচ হয়ে জাপ হেইঙ্কেস ফিরে আসার পর ১০ ম্যাচের ব্যবধানে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বেয়ার্ন মিউনিখ। তবে এই পরাজয়ের পরও তিন পয়েন্ট এগিয়ে থেকে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে বেভারিয়ানরা। মনশেনগ্ল্যাডবাখেল কাছে হারার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল এই কোচ। প্রয়াতদের স্মরণে স্মরণসভা স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর বেশ কয়েকজন খেলাপাগল মানুষকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আইনুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও কোচ অমলেশ সেন, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য মোতালেব হোসেন, সাবেক কৃতী ফুটবলার শামসুল আলম এবং সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। এই পাঁচ গুণী মানুষের স্মরণে রবিবার সম্মিলিত ক্রীড়া পরিবার স্মরণসভার আয়োজন করে। তাদের সবার প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিচারণ ও শ্রদ্ধাসভায় থেকে স্মৃতিচারণ করেন সম্মিলিতি ক্রীড়া পরিবারের নেতৃবৃন্দ।
×