ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারকে শীর্ষে তুললেন ইকার্দি

প্রকাশিত: ০৫:৩১, ২৭ নভেম্বর ২০১৭

ইন্টারকে শীর্ষে তুললেন ইকার্দি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে মাউরো ইকার্দির চমক চলছেই। শনিবারও জোড়া গোল করেছেন ইন্টার মিলানের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সেই সঙ্গে তার দলও ৩-১ গোলে খুব সহজেই হারিয়েছে ক্যালিয়ারিকে। লীগের অন্যান্য ম্যাচে এদিন জয়ের স্বাদ পেয়েছে বোলোগনা, চিয়েভো এবং হেলাস ভেরোনা। শনিবার ক্যালিয়ারির মাঠে আতিথ্য নেয় ইন্টার মিলান। স্বাগতিক সমর্থকদের সামনে এদিন নিজেদের খুব মেলে ধরতে পারেনি ক্যালিয়ারি। তবে শুরু থেকেই দারুণ খেলতে থাকে সফরকারীরা। যদিওবা গোলের জন্য ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইন্টার মিলানকে। প্রথম গোল করে সফরকারী সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান ইকার্দি। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইন্টার মিলানের গোল ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ব্রোজোভিচ। ম্যাচের ৫৫ মিনিটে গোল করেন তিনি। তবে ৭১ মিনিটে পাভোলেত্তি গোল করলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে ক্যালিয়ারির সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট তখন আবারও গোল করেন ইকার্দি। আর তাতেই স্বপ্নভঙ্গের বেদনায় ডুবে স্বাগতিকরা। অন্যদিকে ৩-১ গোলের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান। ক্যালিয়ারির বিপক্ষে দুইবার বল জড়ানোর ফলে চলতি মৌসুমে ইকার্দির গোলের সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরোতে। এ জন্য ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে খেলতে হয়েছে ১৪ ম্যাচ। মাউরো ইকার্দির সমান ১৫ গোল করে সিরি’এ লীগে চলতি মৌসুমে শীর্ষে অবস্থান করছেন চিরো ইমোবিল।
×