ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী গোলে ইউনাইটেডের জয়

প্রকাশিত: ০৫:৩১, ২৭ নভেম্বর ২০১৭

আত্মঘাতী গোলে ইউনাইটেডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে সৌভাগ্যের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার আত্মঘাতী গোলে জোশে মরিনহোর দল ১-০ ব্যবধানে পরাজিত করেছে তুলনামূলক খর্বশক্তির দল ব্রাইটনকে। তবে ইউনাইটেডের জয়ের দিনে ড্রয়ে শেষ হয়েছে লিভারপুল-চেলসি এবং টটেনহ্যাম হটস্পার-ওয়েস্ট ব্রমউইচের ম্যাচ। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। কিন্তু দারুণ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ক্রিস্টাল প্যালেস এবং ওয়াটফোর্ড। ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিওনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে আতিথ্য দেয় ব্রাইটনকে। কিন্তু নিজেদের সমর্থকদের সামনে সেভাবে মেলে ধরতে পারেননি পোগবা-লুকাকুরা। এর ফলে গোলশূন্য ড্রয়েই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ইংলিশ মিডফিল্ডার এ্যাশলে ইয়ংয়ের জোরালো শট ডিফেন্ডার লুইস ডাঙ্কের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। এগিয়ে আসা গোলরক্ষকের এ সময় কিছুই করার ছিল না। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করেছেন রেড ডেভিলদের কোচ। এ বিষয়ে জোশে মরিনহো বলেন, ‘সত্যি কথা বলতে, আমি মনে করি ব্রাইটন খুবই ভাল পারফর্মেন্স উপহার দিয়েছে। দুর্দান্ত রক্ষণভাগ তাদের। আমার মনে হয়, এই মৌসুমে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচটাই উপহার দিয়েছেন তারা।’ তবে এদিন প্রিমিয়ার লীগের ভক্ত-অনুরাগীদের আলাদা করে দৃষ্টি ছিল এ্যানফিল্ডে। কিন্তু দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহর গোলে এগিয়ে যাওয়া লিভারপুল শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। শেষদিকে উইলিয়ানের গোলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে চেলসি। বড় দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রতিপক্ষের মাঠে ২১ মিনিটে এগিয়ে যেতে পারতো এ্যান্তনিও কন্টের দল। তবে ড্যানি ড্রিঙ্কওয়াটারের বাড়ানো বল ধরে ডি-বক্সের ভিতরে ঢুকে ইডেন হ্যাজার্ডের নেয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক সিমোন মিনোলে। তবে প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়া ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে এ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইনের পাস ধরে সামনের ডিফেন্ডারকে কোন সুযোগ না দিয়ে নিচু শটে গোলটি করেন সালাহ। এ নিয়ে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে শেষ আট ম্যাচে নয়টি গোল করলেন সালাহ। আর লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০টি গোল মিসরের এই ফরোয়ার্ডের। এক গোল কম করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন। তবে সালাহর গোলে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক সমর্থকরা।
×