ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বপ্ন পূরণের পণ রোমান সানার

প্রকাশিত: ০৫:২৯, ২৭ নভেম্বর ২০১৭

স্বপ্ন পূরণের পণ রোমান সানার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০তম এশিয়ার আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আশা-ভরসার অন্যতম প্রতীক রোমান সানা। প্রত্যাশাটা যে বাড়াবাড়ি নয় সে স্বাক্ষর রবিবার বাছাইপর্বেই তিনি রেখেছেন। কোয়ালিফিকেশন রাউন্ডে নিজের সেরা পারফর্মেন্স প্রদর্শন করেছেন রোমান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো কোয়ালিফিকেশন রাউন্ডে উঠেছিলেন সেরা দশে। শেষ রাউন্ডে অল্পের জন্য পিছিয়ে এগারোতে গিয়ে দিন শেষ করেন রোমান সানা। রিকার্ভে ৬৬৬ পয়েন্ট নিয়ে এগারোতম অবস্থানে আছেন তিনি। এ বিভাগে কোরিয়ার কিম জংহো ৬৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। সর্বশেষ থাইল্যান্ডে এশিয়ান আরচারির ১৯তম আসরে কোয়ার্টার ফাইনালে গিয়ে ছিটকে পড়েছিলেন রোমান সানা। এবার নিজের দেশে খেলা। তাই শেষ চারে খেলার স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস করেন তিনি। সেটির প্রমাণ রাখলেন কোয়ালিফিকেশন রাউন্ডে। রোমান বলেন, ‘দেশের মাটিতে খেলা। আশা আছে আগের চেয়ে ভাল করার। সেমিফাইনালকে লক্ষ্য রেখে এগোচ্ছি। শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে সামনে। কঠিন হলেও স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। নিজের ওপর কনফিডেন্স ছিল। তীর নিক্ষেপ করার সময় আশপাশের কোন শব্দই কানে আসেনি। মনে হয়েছে আমি পারব। কোয়ালিফিকেশন রাউন্ডে এটি আমার সেরা পারফর্মেন্স। এর আগে আমি কখনও সেরা দশে উঠতে পারিনি। শেষ রাউন্ডে সামান্য ব্যাঘাতে এগারোতে যেতে হলো। তারপরও আমি খুশি। আশা করছি দেশকে ভাল কিছু উপহার দিতে পারব।’ ২০১৫ সালে থাইল্যান্ডে ইরাক, কাজাখস্তান, জাপান, থাইল্যান্ড ও চীনকে হারিয়ে কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার কিম হাঙ্কের কাছে হেরে বিদায় নিয়েছিলেন রোমান। এবার বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে রোমান আশাবাদী, ‘এবার আমাদের প্রস্তুতি খুব ভাল। এর আগে আমরা দীর্ঘমেয়াদে ক্যাম্প করতে পারিনি। সবচেয়ে বড় কথা হলো নিজস্ব মাঠ পেয়েছি, থাকার জন্য ভাল জায়গা পেয়েছি। সবমিলিয়ে ভাল কিছু করার প্রত্যয়।’ পারফর্মেন্স ভাল করলেও একটু আক্ষেপ রয়ে গেছে মূল ভেন্যুতে প্রাকটিস করতে না পেরে। তার কথায়, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেলে ভাল হতো। যদিও টঙ্গীতে অনুশীলন ভাল হচ্ছে। তারপরও মূল ভেন্যুতে প্রাকটিস করলে ছোটখাটো জড়তাগুলো থাকে না। জাতীয় ক্রীড়া পরিষদ টুর্নামেন্ট শুরুর আগের রাতে মাঠ দিয়েছে। সে কারণেই হয়তো প্রাকটিস করতে পারিনি। অন্তত দুই তিনদিন প্রাকটিস করতে পারলেও হতো।’ বিভিন্ন আন্তর্জাতিক আসরে চারটি স্বর্ণপদক রয়েছে রোমান সানার। ২০১৪ সালে এশিয়া কাপ স্টেজ-২, ২০১৭ সালে সলিডারিটি দলগত ও মিশ্র দলগত এবং সর্বশেষে কিরগিজস্তানে রিকার্ভ আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক গলায় ঝুলান তিনি। তবে এই আসরে জোর গলায় স্বর্ণের কথা বলতে পারলেন না, ‘এখানে অলিম্পিক চ্যাম্পিয়নরা, এশিয়ান চ্যাম্পিয়নরা খেলছে। পদক পাওয়া একটু কঠিনই বৈকি। এশিয়ার সেরা সেরা দল অংশ নিয়েছে। তারপরও চেষ্টা থাকবে কিছু একটা করার।’ রবিবার কয়েকটি ইভেন্টের বাছাই হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারণ করা হয়েছে স্ট্যান্ডিং। সেখানেই কম্পাউন্ড ডিভিশনে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার মহিলা আরচারি দল। আর আজ থেকে শুরু হচ্ছে পদক জয়ের লড়াই। স্ট্যান্ডিং নির্ধারণ করার পর এখন ১০ স্বর্ণের জন্য তীরন্দাজদের তীর-ধনুকের লড়াইয়ের অপেক্ষা। রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ নারী দলগত, রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ নারী একক, কম্পাউন্ড পুরুষ দলগত, কম্পাউন্ড নারী দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড নারী একক, রিকার্ভ মিশ্র দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের লড়াই। রবিবার প্রথমদিনে কোয়ালিফিকেশন রাউন্ডের রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে এবং কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনের ব্যক্তিগত, দলগত এবং মিশ্র দলগত প্রতিযোগিতা হয়। সেখানে দক্ষিণ কোরিয়া মহিলা আরচারি দল কম্পাউন্ড ডিভিশনে দলগতভাবে ২১০৮ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বরেকর্ড গড়েন কোরিয়ার তিন মেয়ে চৈ বোমিন, সো চেওন ও সং ইয়ুন সু। আজ ব্যক্তিগত ও দলগতভাবে ইলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতা হবে। এই ইভেন্টে স্বাগতিক বাংলাদেশ হয়েছে ষষ্ঠ। রোকসানা আক্তার, বন্যা আক্তার ও সুস্মিতা বনিক স্কোর গড়েন ২০২২।
×