ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে উদ্যাপনের অপেক্ষায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:২৮, ২৭ নভেম্বর ২০১৭

ব্রিসবেনে উদ্যাপনের অপেক্ষায় অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ তিন দশকে গ্যাবায় (ব্রিসবেন) কখনই কোন টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ্যাশেজের প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে শেষদিনে আজ স্বাগতিকদের চাই মাত্র ৫৬ রান। হাতে পুরো ১০ উইকেট। ডেভিড ওয়ার্নার ৬০ ও ক্যামেরন ব্যাটক্রফট ৫১ রানে অপরাজিত। সেই ১৯৮৮ সালে গ্যাবায় এ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ক্রমেই এটি হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার দুর্গ। গত ২৮ বছরে সেই দুর্গে কেউ আঘাত হানতে পারেনি। এ্যাশেজের শুরুর টেস্টেও সেখানে উড়ছে অস্ট্রেলিয়ান পতাকাই। স্টিভেন স্মিথদের জয়টা এখন কেবল সময়ের ব্যাপার। স্কোরÑ ইংল্যান্ড ৩০২/১০ ও ১৯৫/১০, অস্ট্রেলিয়া ৩২৮/১০ ও ১১৪/০। রবিবার চতুর্থদিনে বোলাররাই অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করে দেন। যখন দ্বিতীয় ইনিংস ১৯৫ রানে গুটিয়ে যায় সফরকারী ইংলিশরা। প্রথম ইনিংসে ২৬ রানের লিড পাওয়া স্মিথদের জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ১৭০ রানের। কোন উইকেট না হারিয়ে ১১৪ রান তুলে সাফল্যের নিঃশ্বাসসম দূরত্বে অসিরা। ২ উইকেটে ৩৩ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। মার্ক স্টোনম্যান ও জো রুট শুরুর সময়টা কাটিয়ে দেন নিরাপদেই। কিন্তু চিত্র পাল্টে দেন নাথান লিয়ন। গোটা ম্যাচে দুর্দান্ত বোলিং করা অফ স্পিনার ফিরিয়ে দেন দুই বাঁহাতি স্টোনম্যান (২৭) ও ডেভিড মালানকে (৪)। আগেরদিন ২ উইকেট নেয়া পেসার জশ হ্যাজলউড এরপর ইংল্যান্ডকে দেন সবচেয়ে বড় ধাক্কা। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ৫১ রান করা অধিনায়ক রুটকে। মঈন আলী চেষ্টা করেছিলেন পাল্টা আক্রমণের। তাকে সঙ্গ দেন জনি বেয়ারস্টো। নতুন করে আশা জাগে ইংল্যান্ডের। দু’জনের জুটি যখন কেবল জমে উঠেছে আবারও বাধা হয়ে দাঁড়ান সেই লিয়ন। ব্যক্তিগত ৪০ রানে স্টাম্পড হন মঈন। তৃতীয় আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানির দেয়া সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্কের অবকাশ আছে যথেষ্টই। বারবার টিভি রিপ্লে দেখেও পরিষ্কার বোঝা যাচ্ছিল না। ‘বেনিফিট অব ডাউট’ যাওয়ার কথা ব্যাটসম্যানের পক্ষে। তবে গ্যাফানির কাছে মনে হয়েছে নিশ্চিত আউট। ক্রিস ওকসকে নিয়ে এরপর লড়াইয়ের চেষ্টা চালান বেয়ারস্টো। কিন্তু তখনও পর্যন্ত উইকেটশূন্য মিচেল স্টার্ক জ্বলে ওঠেন। এই দু‘জনসহ বাঁহাতি ফাস্ট বোলারের ছোবলে ফেরেন স্টুয়ার্ট ব্রডও। বাউন্সারে ইংলিশ ইনিংসের ইতি টানেন প্যাট কামিন্স।
×