ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, প্রায় একমাস পর গোল সি আর সেভেনের পিএসজিতে যাওয়ার গুঞ্জন, এ্যাটলেটিকোর বড় জয়, রিয়াল মাদ্রিদ ৩-২ মালাগা, লেভান্তে ০-৫ এ্যাটলেটিকো মাদ্রিদ

রোনাল্ডোর গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৫:২৮, ২৭ নভেম্বর ২০১৭

রোনাল্ডোর গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় একমাস পর স্প্যানিশ লা লিগায় গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাও আবার দলের প্রয়োজনের মুহূর্তে। ২-২ গোলে সমতা থাকাবস্থায় সি আর সেভেনের গোলেই ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অতিথি মালাগাকে ৩-২ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে অপর গোল দুটি করেন করিম বেনজামা ও কাসেমিরো। আরেক ম্যাচে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেন এ্যান্টোনিও গ্রিজম্যান ও কেভিন গামেইরো। এই জয়ে রিয়ালের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। দুই মাদ্রিদই এখন অপেক্ষায় রবিবার রাতে শীর্ষ দুই দল বার্সিলোনা ও ভ্যালেন্সিয়ার লড়াইয়ে কাতালানরা যেন হোঁচট খায়! ম্যাচের শুরুতেই রোনাল্ডোর হেড ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে ফাঁকায় দাঁড়ানো বেনজমা গোল করে দলকে এগিয়ে দেন। ৯ মিনিটে গোল হজম করলেও মালাগা ছেড়ে কথা বলেনি। ১৮ মিনিটে টনি ক্রুসের বাজে একটি পাস থেকে দিয়েগো রোলান কিকো ক্যাসিয়াকে পরাস্ত করলে সমতায় ফেরে মালাগা। যদিও মালাগার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর ২১ মিনিটে ক্রুসের কর্নার থেকে কাসেমিরো আবারও স্বাগতিকদের এগিয়ে দেন। ৫৮ মিনিটে কোরি ক্যাস্ত্রোর ২৫ গজ দূর থেকে জোরালো শট আটকাতে পারেননি ক্যাসিয়া। বিরতির আগে ডানি কারভাজালের বিপক্ষে ফ্রেঞ্চ ডিফেন্ডার পল বেসেসের ফাউলের অপরাধে মাদ্রিদের পেনাল্টির আবেদন নাকচ করে দিয়েছিলেন স্প্যানিশ রেফারি জেসাস গিল। কিন্তু ৭৬ মিনিটে লুকা মডরিচকে ডি বক্সের মধ্যে ফাউলের অপরাধটি আর এড়িয়ে যেতে পারেননি গিল। স্পট কিক থেকে রোনাল্ডোর পেনাল্টি মালাগা গোলরক্ষক রবার্তো রক্ষা করলেও ফিরতি বলে গোল করে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান পর্তুগীজ তারকা। শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, এই ফলাফলে আমরা দারুণ খুশি। তৃতীয় গোল করতে পুরো দল মুখিয়ে ছিল, শেষ পর্যন্ত তার ফলও পেয়েছে। এই ম্যাচে অনেক ভাল দিক ছিল। তবে এমন কিছু কিছু বিষয় ছিল যা কাক্সিক্ষত নয়। আমরা আরও ভাল খেলতে পারতাম এতে কোন সন্দেহ নেই। এটা সত্যি যে আমরা অনেক বল তাদের উপহার দিয়েছি। তবে তারপরও এই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। কারণ আমরা তিন পয়েন্ট সংগ্রহ করেছি। আগের ছয় লা লিগা ম্যাচে মাত্র চার গোল করা এ্যাটলেটিকো পরশু রাতে লেভান্তের ওপর চেপে বসেছিল। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গামেইরোর ক্রস থেকে রবারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় এ্যাটলেটিকো। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চম্যান গামেইরো। বিরতির পর নয় মিনিটের মধ্যেই গ্রিজম্যানের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন গামেইরো। দিয়াগো কোস্টা ক্লাবে ফিরে আসার কারণে গামেইরোর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিলেও প্রতিদিনই নিজেকে পরিণত করে তুলছেন এই ফরাসী। ৬৫ মিনিটে গামেইরোর সহয়তায় চতুর্থ গোলটি করেন গ্রিজম্যান। তিন মিনিট পর গ্রিজম্যান নিজের দ্বিতীয় গোল করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। আট ম্যাচে গোলবিহীন থাকা গ্রিজম্যান এই নিয়ে গত দুই ম্যাচে তৃতীয় গোল করেছেন। এদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যাচ্ছেন রোনাল্ডো এমন খবরে এখন সয়লাব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বেশ কিছুদিন ধরেই তিনি রিয়াল ছাড়ছেন এমন খবর রটেছে। তবে পিএসজিতে যাওয়ার খবর এবারই প্রথম শোনা গেল। স্প্যানিশ একটি পত্রিকা এমন দাবি করেছে। বেশ কিছুদিন ধরেই বেতনভাতা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে আসছেন রোনাল্ডো। টানা দুইবার বিশ্বের সেরা খেলোয়াড় তিনি, কিন্তু বেতনভাতায় বেশি বাগিয়ে নিচ্ছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। ক’দিন আগেই জানান, রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করবেন না। সেটা যে প্রত্যাশিত বেতন না পাওয়ার দুঃখ থেকে, রোনাল্ডো তাও বলেছেন পরিষ্কার করে। এমন অবস্থায় হাজির হয়েছে পিএসজি। নেইমার-এমবাপেকে নেয়ার পর নাকি রোনাল্ডোকেও তাদের চায়! অবশ্য রোনাল্ডো এখনই রিয়াল ছাড়ছেন না। এ মৌসুমটা নাকি দেখতে চান তিনি।
×