ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিউজিক্যালি বিপ্লব’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:২৪, ২৭ নভেম্বর ২০১৭

মিউজিক্যালি বিপ্লব’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বনামধন্য উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার ‘বিশ্বরঙ’-এর উদ্যোক্তা বিপ্লব সাহা। ডিজাইনারের পাশাপাশি গান গেয়ে থাকেন। টিভি এবং কিছু অনুষ্ঠানে হর হামেসাই তাকে গাইতে দেখা যায়। সম্প্রতি তার কয়েকটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। এরই মধ্যে জি সিরিজ থেকে রিলিজ হয়েছে তার ডেব্যু এ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব’। সেই এ্যালবামে ৪টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি। তিনি ৪টি গানই দেবলীনা সুর এবং কোনালের সঙ্গে ডুয়েট গেয়েছেন। গানগুলো হলো দেবলীনা সুরের সঙ্গে ‘সেদিন দুজনে’, ’আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, এবং কোনালের সঙ্গে ’আমার পরাণ যাহা চায়’ এবং ’তুমি রবে নীরবে’। এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেনন এ্যালবাম তৈরির পেছনে সবচেয়ে বেশি উৎসাহ ছিল, সেই স্বপ্নীল সজীব এবং সামিউল ইসলামের। বলা যায় তারা আমাকে সারপ্রাইজ দিয়েছেন। সেই সারপ্রাইজের আরেক সঙ্গী ছিলেন ডিজাইনার টুটলি রহমান। গত বুধবার গুলশানে ডিজাইনার টুটলি রহমানের বাসায় এ্যালবামের সারপ্রাইজ প্রকাশনা উৎসবের আয়োজন করে। স্বপ্নীলের জন্মদিনে ওই আয়োজনে উপস্থিত ছিলেন তারিন, বিজরী বরকতউল্লাহ, আঁখি আলমগীর, কোনাল, সোহানা সাবা, ভাবনা, টুম্পা, মিথিলা, দিঠি, নির্ঝর, লিপি খন্দকার, স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পোলক, মোস্তফা খালিদ পলাশ, মহুয়া খায়ের, সঙ্গীতা খান, নাদিম কাদির, জিয়া, নিলয় সেন গুপ্তাসহ অনেকেই। আয়োজনে আমি অবাক হয়েছিলাম, মনে মনে খুশিও! এ্যালবামটি যে কেউ ‘বিশ্বরঙ’-এর শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। আর জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল ও ‘বিশ্বরঙ’ ফ্যান ক্লাবের ইউটিউবেও গানগুলো শোনা যাবে।
×