ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৫:২৪, ২৭ নভেম্বর ২০১৭

‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ফকির লালন সাঁই তার জগত-জীবন নিয়ে যে ভাবনা প্রকাশ করেছেন সঙ্গীতের মাধ্যমে, সেই সঙ্গীত আনুষ্ঠানিক পরিবেশিত হয় সাধুসঙ্গে। একই সঙ্গে সাধুভক্তদের পারস্পারিক ভাব বিনিময়ের মাধ্যমও এই সাধুসঙ্গ। ফকির লালন সাঁইয়ের ধামে অনুষ্ঠিত সাধুসঙ্গে দীর্ঘ ১৩ বছর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক। শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এতে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রের নির্মাতা মঞ্জুরুল হক, নির্বাহী প্রযোজক আয়েশা হক, সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন প্রমুখ। দীর্ঘ ১৩ বছর নির্মাণকালে সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব, সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক প্রহরে পরিবেশিত সঙ্গীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেইসব আলাপ ও সঙ্গীতের মালা গেঁথে ছবিঘরের ব্যানারে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রামাণ্যচিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা ও সঙ্গীত পরিচালনাও করেছেন নির্মাতা নিজেই। প্রদীপ আইচ ও আব্দুল আজিজের সঙ্গে যৌথভাবে চিত্রগ্রহণের কাজও করেছেন নির্মাতা মঞ্জুরুল হক। শব্দগ্রহণ করেছেন রবিউল ইসলাম নান্নু।
×