ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ৬,আহত ২৩০ ॥ সেনা তলব

পাকিস্তানে আইনমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৫:১০, ২৭ নভেম্বর ২০১৭

পাকিস্তানে আইনমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ধর্ম অবমাননার অভিযোগে আইনমন্ত্রীর অপসারণ দাবিতে ইসলামপন্থীদের বিক্ষোভ-সহিংসতা দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৩০ জন। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানীতে সেনাবাহিনী তলব করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইসলামাবাদে সেনাবাহিনী অবস্থান করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে রবিবার সকাল থেকে ঘটনাস্থলে কোন সেনা সদস্য বা সেনাবাহিনীর গাড়ি দেখা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। খবর এএফপি। ইসলামবাদের সঙ্গে রাওয়ালপিণ্ডির সংযোগ সড়কের ফয়জাবাদ এলাকায় এখনও অবরোধ করে আছে অসংখ্য বিক্ষোভকারী। আন্দোলনকারীদের অবরোধে গত ৭ দিন ধরে ইসলামাবাদ কার্যত অচল হয়ে পড়ে। শনিবার সকালে ফয়জাবাদ থেকে অবরোধকারীদের সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ওই অভিযানে পাকিস্তানের এলিট পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য অংশ নেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযানে আহতদের অধিকাংশই রবিবার হাসপাতাল ছেড়ে চলে গেছে। মাত্র ২০ জনের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছে। উত্তেজনা যাতে না ছড়ায়, এজন্য রাষ্ট্রীয় চ্যানেল ছাড়া পাকিস্তানের বাকি সব বেসরকারী টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জনপ্রিয় সাইট। ইসলামাবাদ মার্কেটের এক কর্মী জানান, কী যে হচ্ছে আমি এর কিছুই বুঝতে পারছি না। পরিস্থিতি এতটাই নাজুক যে দেখে মনে হচ্ছে এখানে কোন সরকার নেই, দেশটা সৃষ্টিকর্তা চালাচ্ছেন।
×