ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘অযৌক্তিক নগরায়ণ শহরগুলোকে ঝুঁকিপূর্ণ করছে’

প্রকাশিত: ০৫:০৯, ২৭ নভেম্বর ২০১৭

‘অযৌক্তিক নগরায়ণ শহরগুলোকে ঝুঁকিপূর্ণ করছে’

স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও অযৌক্তিক নগরায়ন শহরগুলোকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ করছে, সমন্বিত উদ্যোগ না নিলে শহরের পরিবেশ আরও খারাপ হবে। রবিবার ঢাকার ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ ভবনে একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু সহনশীল নগর : বিকল্পের অনুসন্ধান’ বিষয়ে এক অনুষ্ঠানে এমন কথা বলেন জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও সরকারী কর্মকর্তারা। অনুষ্ঠানের একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির একটি ধারণাপত্র তুলে ধরেন। সেখানে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ইতোমধ্যে জলবায়ুর স্বাভাবিক প্রক্রিয়ায় যে ভারসাম্যহীনতা তৈরি করেছে। তার প্রভাবে গত দুই দশক ধরে বিশ্বেও মানুষের ওপর জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবস ২০১৭ উপলক্ষে রবিবার সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনাবাহিনীর খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর তিন জন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বীরউত্তম, সাতজন বীরবিক্রম ও বাইশজন বীরপ্রতীক/তাঁদের নিকটাত্মীয়দের (সর্বমোট ৩৭জন) সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথার সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত উর্ধতন সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেন। -আইএসপিআর
×