ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন

স্বতন্ত্র ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ০৪:২৮, ২৭ নভেম্বর ২০১৭

স্বতন্ত্র ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ নবেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৭ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার রবিবার বিকেল সাড়ে ৫ টায় তার কার্যালয়ে এ ঘোষণা দেন। নির্বাচনের তফসিলের শর্ত অনুযায়ী যথাযথভাবে কাগজপত্র দাখিল না করা এবং ভুল তথ্য প্রদান ও ত্রুটিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়। মেয়র পদে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ আব্দুল মজিদ বীর প্রতীক, একমাত্র নারী মেয়র প্রার্থী সুইটী আঞ্জুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হান, বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল আলম নাজু ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রউফ মানিক। অন্যদিকে যে ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু, বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী জাপা চেয়ারম্যান এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহারিয়ার আসিফ, এলডিপির প্রার্থী সেলিম আখতার, বাসদের আব্দুল কুদ্দুস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
×