ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘোড়াশাল ও পলাশ সরকারখানা চালুর দাবীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:১১, ২৬ নভেম্বর ২০১৭

ঘোড়াশাল ও পলাশ সরকারখানা চালুর দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ গ্যাস সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা বিসিআইসির নিয়ন্ত্রণাধীন নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা চালুর দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন কারখানার শ্রমিকরা। রবিবার দুপুরে কারখানার সিবিএ’র উদ্যোগে কারখানার অভ্যন্তরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিকরা বিক্ষোভ মিছিল শেষে কারখানা গেইটে সমাবেশ করেন। এসময় শ্রমিক নেতারা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সংকটের অজুহাতে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সারকারখানাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে উৎপাদন বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম ইউরিয়া সারকারখানা ঘোড়াশাল ও পলাশ । প্রতি বছর ৩ থেকে ৬ মাস বন্ধ রাখার পর গ্যাস সংযোগ দিয়ে পুণরায় কারখানা চালু করা হলেও চলতি বছর ৮ মাস অতিবাহিত হলেও কারখানা চালু করা হচ্ছে না। এতে একদিকে কারখানার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশংকাসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীরা। অবিলম্বে গ্যাস সংযোগ প্রদান করে কারখানা দুটি চালু না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা। এ সময় বক্তব্য রাখেন, ঘোড়াশাল ইউরিয়া সারকারখানার সিবি এ সভাপতি আমিনুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পলাশ সারকারখানার সিবিএ সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ইসরাইল আলী মন্ডল, ঘোড়াশাল সারকারকানার সহ-সভাপতি বশির উল্যা, যুগ্ম সম্পাদক সোলেমান মিয়া, আলী আজহার, আজিজার রহমান ও জগলুল হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×