ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রুটি ছিল না আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে

প্রকাশিত: ১৮:১৩, ২৬ নভেম্বর ২০১৭

ত্রুটি ছিল না আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে

অনলাইন ডেস্ক ॥ আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনটি যাত্রার জন্য নিরাপদ ছিল বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। ১০ দিন আগে সবমেরিনটি নিখোঁজ হওয়ার আগে একটি প্রশিক্ষণ শেষে সেটির নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখা গিয়েছিল, সবই ঠিক আছে। তবে সাবমেরিনের ক্রুদের আত্মীয়-স্বজনদের কেউ কেউ বলেছেন, ৩৪ বছরের ওই সাবমেরিনটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। যদিও আন্তর্জাতিকভাবে সাবমেরিনটির খোঁজ চলছে, তবুও ক্রুদের আত্মীয়-স্বজনেরা ফিরে পাওয়ার বিষয়ে হতাশ হয়ে পড়েছে। এদিকে, নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেছেন, আমরা একই সময়ে আশা ও নিরাশার মধ্যে রয়েছি। আমাদের এখন শক্তিশালী প্রমাণের মাধ্যমে পরিচালিত হতে হবে। আমরা সাবমেরিনটি শনাক্তের ওপর জোর দিচ্ছি। এক সংবাদ সম্মেলনে এনরিক বালবি বলেন, সাবমেরিনটির যাত্রার দুই দিন আগে এর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা না করে সাবমেরিন ভাসানো হয় না। এর ব্যবস্থাপনা পদ্ধতি ভালো থাকলে তবেই যাত্রা করা হয়। এর আগে নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ওই সাবমেরিনটির ব্যবস্থাপনা পদ্ধতি বিকল হয়ে পড়েছিল। যান্ত্রিক সমস্যা অস্বাভাবিক কিছু নয় এবং এতে ঝুঁকির আশঙ্কা খুবই কম। এ ছাড়া সাবমেরিনে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার মতো যথেষ্ট ব্যবস্থা রয়েছে। সেই সময় স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, যান্ত্রিক সমস্যা হওয়ার পর সাবমেরিনের ক্যাপ্টেন নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, সাবমেরিনটি মার দেল প্লাটায় যাচ্ছে এবং ৪৪ জন ক্রু ভালো আছেন। গতকাল নৌবাহিনীর ঘাঁটিতে একটি ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে নিখোঁজদের স্বজনেরা এসেছিলেন। সেই সঙ্গে শত শত লোকজন জমায়েত হয়েছিলেন। তাদের অনেকেই ভালোবাসার মানুষের জন্য শোক প্রকাশ করেছেন। স্বজনেরা বলেন, তাদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। অনেকটা দেরি হয়ে গেছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন অনিশ্চয়তা ও অনুমানের পর দেশটির প্রেসিডেন্ট শুক্রবার বলেন, তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। গত ১৫ নভেম্বর সকালে সবশেষ ওই সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন নৌবাহিনীর কর্মকর্তারা। উপকূল থেকে ৪৩০ কিলোমিটার দূরে ভালদেজ উপদ্বীপে যাওয়ার পর আর সেটির সঙ্গে যোগাযোগ করা যায়নি। নিয়মিত শিডিউল অনুযায়ী ৪৪ জন ক্রু নিয়ে এআরএ স্যান হুয়ান সাবমেরিনটি দক্ষিণ আটলান্টিকের সবচেয়ে কাছের উসুয়ায়া বন্দর থেকে বুয়েনস আয়ার্সের মার দেল প্লাটা বন্দরে ফিরছিল। অন্যদিকে, শনিবার ডাবলিনে একটি ম্যাচের শুরুতে আর্জেন্টিার রাগবি টিম নিখোঁজ সাবমেরিনের ৪৪ ক্রুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘৪৪ লেখা’ জার্সি প্রদর্শন করেন। সূত্র : বিবিসি অনলাইন।
×