ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানগালা উৎসব

প্রকাশিত: ০৫:১৯, ২৬ নভেম্বর ২০১৭

ওয়ানগালা উৎসব

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ নবেম্বর ॥ ‘আমার সংস্কৃতি, আমার অহঙ্কার’ স্লোগানে ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মরিয়মনগর কমিউনিটি সেন্টার মাঠে ষ্টার উদ্দেশে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ওই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বাগাছাসের কেন্দ্রীয় সাবেক সভাপতি পবিত্র ¤্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, কারিতাসের এরিয়া কোঅর্ডিনেটর সত্যজিৎ প্রমুখ। কৃষকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পল্লীবিদ্যুত ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্য এবং সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, বিএডিসি সচল, পল্লী রেশন ও শস্য বীমা চালু করার দাবিতে শনিবার বিকেলে কাপাসিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কৃষক সমিতি নেতা মন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন, উদীচী সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, সিপিবির উপজেলা শাখার সম্পাদক সিদ্দিক ফকির প্রমুখ।
×