ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ০৫:১৪, ২৬ নভেম্বর ২০১৭

সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৫ নবেম্বর ॥ কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৮শ’ ৫৩ জন কৃষকের মাঝে দুই কেজি করে ভুট্টার বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ, কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব প্রমুখ। শিশুদের শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ নবেম্বর ॥ শীতের পরশ মানুষকে আনন্দ-উল্লাসে যেমন মাতিয়ে তোলে, তেমনি শীত এলেই শিশু-কিশোর থেকে শুরু করে অসহায়-দরিদ্র মানুষগুলোকে একটু গরম কাপড়ের অভাবে প্রচন্ড- কষ্টে জীবনযাপন করতে হয়। এমন সম্ভাব্য মানবিক পরিস্থিতি বিচেনায় এনে শিশুদের শীত নিবারণে এগিয়ে এলো সামাজিক সংগঠন ‘অভিযাত্রী’। এ লক্ষ্যে ‘অভিযাত্রী’ শুক্রবার রাতে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করে হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেকুজ্জামান খান সায়েম। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
×