ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিলা বর্ষসেরা নাফিসাতু

ফারাহকে পেছনে ফেলে বর্ষসেরা এ্যাথলেট বারশিম

প্রকাশিত: ০৫:১১, ২৬ নভেম্বর ২০১৭

ফারাহকে পেছনে ফেলে বর্ষসেরা এ্যাথলেট বারশিম

স্পোর্টস রিপোর্টার ॥ দূরপাল্লার দৌড়ে যা করেছেন তাতে করে সর্বকালের সেরা হয়ে গেছেন মোহাম্মদ ফারাহ। সোমালিয়ান বংশোদ্ভূত এ দৌড়বিদ এ বছর অনুষ্ঠিত লন্ডন বিশ্বচ্যাম্পিয়নশিপসের পর অবসর নিয়েছেন। হয়ে গেছেন কিংবদন্তি এ্যাথলেট। এ কারণে এবার বর্ষসেরা এ্যাথলেট হওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই সবচেয়ে ফেবারিট ছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বছরের সেরা এ্যাথলেট হয়েছেন কাতারের হাইজাম্প বিস্ময় মুতাজ ইসা বারশিম। আর মহিলাদের বর্ষসেরা এ্যাথলেট হয়েছেন বেলজিয়ামের হেপ্টাথলন অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন নাফিসাতু থিয়াম। শুক্রবার রাতে মোনাকোয় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব এ্যাথলেটিক্স ফেডারেশনের এ্যাসোসিয়েশন আইএএএফ বর্ষসেরা এ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেয়। সম্মানসূচক প্রেসিডেন্ট’স প্রাইজ পেয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। প্রায় দুইমাস আগে বর্ষসেরা এ্যাথলেটের পূর্ণ তালিকা প্রকাশ করেছিল বিশ্ব এ্যাথলেটিক্সের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ। একমাস পর ভোটাভুটি শেষে সেরা তিনজনের সংক্ষিপ্ত তালিকা দেয়া হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। এই তালিকায় ছিলেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ ফারাহ, দক্ষিণ আফ্রিকার ৪০০ মিটারে চ্যাম্পিয়ন ওয়েড ভ্যান নিকার্ক ও কাতারের হাইজাম্প তারকা বারশিম। এদের মধ্যেই ভোটাভুটির মাধ্যমে বর্ষসেরা এ্যাথলেট নির্বাচিত হয়েছেন। তালিকায় গতবারের বর্ষসেরা জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ছিলেন না অবসর নিয়ে ফেলার কারণে। এ কারণে ফারাহই ছিলেন শীর্ষে। তিনি ১০০০০ মিটারে এ বছরও বিশ্ব আসরে হয়েছেন চ্যাম্পিয়ন। এছাড়া জোর প্রতিপক্ষ হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার ৪০০ মিটারের তারকা নিকার্ক। কিন্তু তাদের দু’জনকেই পেছনে ফেলেছেন বারশিম। ১০ জনের প্রাথমিক তালিকা থেকে সেরা এ্যাথলেটকে বেছে নিতে ভোট দিয়েছেন আইএএএফ কাউন্সিলের সদস্যরা, ভক্তরা ও বর্তমান এ্যাথলেটরা।
×