ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোড়া সেঞ্চুরিতে ভারতের দিন

প্রকাশিত: ০৫:১০, ২৬ নভেম্বর ২০১৭

জোড়া সেঞ্চুরিতে ভারতের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার জোড়া সেঞ্চুরিতে নাগপুর টেস্টের দ্বিতীয়দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩১২ রান। ওপেনার বিজয় ১২৮ রান করে আউট হলেও ১২১ রান নিয়ে অপরাজিত স্টাইলিশ পুজারা। ব্যক্তিগত ৫৪ রানে তার সঙ্গে আছেন অধিনায়ক বিরাট কোহলি। নাগপুরে প্রথমদিনটা ছিল ভারতীয় বোলারদের, দ্বিতীয়দিনে দাপট দেখালেন ব্যাটসম্যানরা যেখানে দ্যুতিময় ব্যাটিংশৈলীতে আলো ছড়ালেন দুই টেস্ট স্পেশালিস্ট বিজয় ও পুজারা। তৃতীয়দিনে আজ ব্যতিক্রম কিছু না ঘটলে রানের পাহাড়ই গড়তে যাচ্ছে স্বাগতিকরা। উল্লেখ্য, ভারত সফরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে লঙ্কানরা। কলকাতার প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। ১ উইকেটে ১১ রান নিয়ে শনিবার দ্বিতীয়দিনের খেলা শুরু করে ভারত। প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করে লঙ্কানরা। তবে বিজয় ও পুজারা সেই সময়টা কাটিয়ে দিয়েছেন ধৈর্য ধরে। পরে পেয়েছেন সেটির পুরস্কার। সুরাঙ্গা লাকমল ও লাহিরু গামাগে আক্রমণ থেকে সরে যেতেই আলগা হয় ফাঁস। দিনের প্রথম ১৮ ওভারে রান আসে মাত্র ৩৯। দিলরুয়ান পেরেরা ও দাসুন শানাকা বোলিংয়ে এলে ৯ ওভারে রান আসে ৫৪! ১৮৭ বলে বিজয় স্পর্শ করেন সেঞ্চুরি। অথচ এই টেস্ট তার খেলারই কথা ছিল না। আগের টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৯৪ করেছিলেন শিখর ধাওয়ান। ব্যক্তিগত কারণে ধাওয়ান সরে দাঁড়ানোয় সুযোগ মেলে বিজয়ের। দারুণভাবে কাজে লাগালেন সেটি। বরাবরের মতোই বিজয় ছিলেন আরও সাবধানী। সেঞ্চুরি করতে নিয়েছেন ২৪৬ বল। দারুণ সফল এই জুটির রান পেরিয়ে যায় দুই শ’। প্রথম দুই সেশনে উইকেটই হারায়নি ভারত। শেষ পর্যন্ত ২০৯ রানের জুটি ভাঙ্গে বিজয়ের বিদায়ে। রঙ্গনা হেরাথের ফুলটসে ক্যাচ তুলে দেন ২২১ বলে ১২৮ রান করা বিজয়। ২০১৬ সাল থেকে নিজেদের মাঠেই টেস্ট খেলে যাচ্ছে ভারত। টেস্টে ভারতের আধিপত্য তাই এখন নিয়মিত দৃশ্য। নাম্বার ওয়ান দলটির তেমনই নিয়মিত দৃশ্য বিজয় ও পুজারার জুটি বেঁধে রান তোলা। ২০১৬-১৭ মৌসুম থেকে এ পর্যন্ত ১১ বার জুটি বেঁধেছেন পুজারা-বিজয়। ১০৫.৭২ গড়ে দু’জন দলকে এনে দিয়েছেন ১১৬৩ রান। এর মাঝে ২০৫ রান এসেছে এই টেস্টে। দ্বিতীয় উইকেট জুটিতে ২০৯ রান তুলেছেন তারা। এটি ছিল টেস্টে এ জুটির টানা চতুর্থ সেঞ্চুরি জুটি। টেস্ট ইতিহাসে টানা চার ইনিংসে সেঞ্চুরি জুটি গড়ার ইতিহাস আছে মাত্র ১০ জনের। বিজয় ও পুজারার আগে এ কৃতিত্ব ছিল স্যাম লক্সটন-নিল হার্ভে, সঞ্জয় মাঞ্জরেকার-মোহাম্মদ আজহারউদ্দিন, মার্ক বুচার-মার্কাস ট্রেসকোথিক ও ইউনিস খান-মোহাম্মদ ইউসুফ জুটির। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৫/১০ (৭৯.১ ওভার; সামারাবিক্রমা ১৩, করুনারতে্ন ৫১, থিরিমান্নে ৯, ম্যাথুস ১০, চান্দিমাল ৫৭, দিকওয়েলা ২৪, শানাকা ২, দিলরুয়ান ১৫, হেরাথ ৪, লাকমল ১৭, গামাগে ০*; ইশান্ত ৩/৩৭, উমেশ ০/৩৭, অশ্বিন ৪/৬৭, জাদেজা ৩/৫৬)। ভারত প্রথম ইনিংস ৩১২/২ (৯৮ ওভার; রাহুল ৭, বিজয় ১২৮, পুজারা ১২১*, কোহলি ৫৪*; লাকমল ০/৫৮, গামাগে ১/৪৭, হেরাথ ১/৪৫, শানাকা ০/৪৩, দিলরুয়ান ০/১২১)। ** দ্বিতীয়দিন শেষে
×