ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্রুত ভ্রমণসেবা আনছে ভার্জিন

প্রকাশিত: ০৪:২৯, ২৬ নভেম্বর ২০১৭

দ্রুত ভ্রমণসেবা আনছে ভার্জিন

যাত্রীদের জন্য অত্যন্ত দ্রুতগতির পয়েন্ট-টু-পয়েন্ট ফ্লাইট আনার লক্ষ্য নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জর্জের তথ্যমতে, এর মাধ্যমে বোস্টন থেকে বেজিং বা সিডনি থেকে সানফ্রান্সিসকোয় যাওয়ার সময় অনেক কমে যাবে। এ ধরনের ফ্লাইটের ক্ষেত্রে ভার্জিন গ্যালাক্টিকের যান কনকর্ডের চেয়েও দ্রুত উড়তে পারবে। কনকর্ডের সর্বোচ্চ গতি শব্দের গতির দ্বিগুণ ছিল। শব্দের গতি তাপমাত্রার ওপর নির্ভর করে। কম তাপমাত্রায় এ গতি হচ্ছে ঘণ্টায় ১ হাজার ২৪৬ কিলোমিটার। বর্তমানে ভার্জিন গ্যালাক্টিক তাদের দ্বিতীয় ছয় যাত্রী বহনকারী স্পেসশিপ টু প্লেন ভিএসএস ইউনিটি নিয়ে কাজ করছে। এটি যাত্রীর ছোটখাটো ভ্রমণ আর গবেষণার কাজে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে। প্রথম স্পেসশিপ টু প্লেনটির নাম ছিল ভিএসএস এন্টারপ্রাইজ। ২০১৪ সালের অক্টোবরে এক পরীক্ষামূলক যাত্রায় এটি দুর্ঘটনাকবলিত হয়। দুর্ঘটনায় প্লেনটির সহ-পাইলট মাইকেল আলসবারি মারা যান আর পাইলট পিটার সাইবোল্ড আহত হন। এই যানে ভ্রমণের জন্য যাত্রীকে আড়াই লাখ ডলার মূল্যের টিকেট কিনতে হবে। এখন পর্যন্ত ছয় শ’র বেশি যাত্রী বুকিং দিয়েছেন বলে হোয়াইটসাইডস জানিয়েছে। ভিএসএস ইউনিটি এখন পর্যন্ত কয়েকটি ‘আনপাওয়ার্ড ফ্লাইটস’ নিয়ে পরীক্ষা চালিয়েছে। আর রকেটচালিত ফ্লাইটের পরীক্ষা শীঘ্রই করা হবে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্ররা। এটি বাণিজ্যিক কার্যক্রমের কিছুদিন পর শুরু হওয়া উচিত, তবে কবে হবে তা এখনও স্পষ্ট নয়। -এনবিসি নিউজ
×