ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধমক দিয়ে সরকারী কর্মকর্তাদের সমাবেশে আনা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ নভেম্বর ২০১৭

ধমক দিয়ে সরকারী কর্মকর্তাদের সমাবেশে আনা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কর্মকর্তাদের ধমক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে বিএনপি নেতা গাজী নুরুজ্জামান বাবুলের মুক্তির দাবিতে ঢাকার পিরোজপুর জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ১৯৭৫ সালের বাকশালের মতো এখন শেখ হাসিনার সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার বাবা বাকশাল করেছিলেন, তখন সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের কর্মকর্তাদের সমাবেশে যোগদান করতে হতো। আজকে আবার নতুন বাকশাল দেখছি। কোন গণতান্ত্রিক দেশে এভাবে সরকারী কর্মকর্তাদের এভাবে কোন রাজনৈতিক সভায় যোগদান করতে হয় না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, জনগণ আপনার পাশে নেই। তাই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জোর করে নিয়ে এসেছেন মাঠ ভরার জন্য। গুম ও খুনের সমালোচনা করে তিনি বলেন, এ সরকারের পতন না হলে গুম ও খুন বন্ধ হবে না। আয়োজক সংগঠনের সভাপতি হিরু রহমান মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, ঢাকার পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকার কাউখালী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব জাকির হোসেন রোকন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ। বিএনপির যথেষ্ট আন্দোলনের যোগ্যতা আছে- গয়েশ্বর ॥ বিএনপির যথেষ্ট আন্দোলনের যোগ্যতা আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় কী হতে পারে তা আমরা অনুমান করতে পারছি। কারণ দেশের হাইকোর্ট ও সুপ্রীমকোর্টসহ সব কোর্ট সরকারের নিয়ন্ত্রণে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিদায়ে তা প্রমাণিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে ঢাকার ফেনী জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানুষকে ধোঁকা দিতেই এমন রোহিঙ্গা চুক্তি-আমির খসরু ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষকে ধোঁকা দিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে এমন চুক্তি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ চুক্তিতে কবে থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে এরকম কিছু বলা হয়নি।
×