ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

কাল কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক সমুদ্র মহড়া

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ নভেম্বর ২০১৭

কাল কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক সমুদ্র মহড়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বের ৩০ দেশের নৌবাহিনী প্রধানদের উপস্থিতিতে আগামীকাল সোমবার সৈকত নগরী কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম মাল্টিলেটারেল মেরিটাইম সার্চ এ্যান্ড রেসকিউ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স-২০১৭)। বেলা ১১টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে এ মহড়ার উদ্বোধন করবেন এবং অংশগ্রহণকারী যুদ্ধজাহাজের ফ্লিটরিভিউ পরিদর্শন করবেন। পরে অনুষ্ঠিত হবে বিচ কার্নিভাল। নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, দেশে অনুষ্ঠিতব্য এ ধরনের প্রথম অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত ও চীন। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, মিয়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সিসিলিস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তিমুর লেসোথা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ আইওএমএফের এ ২৩ সদস্য রাষ্ট্র। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর মধ্যকার আঞ্চলিক সম্প্রীতি ও সহযোগিতা জোরদার, মেরিটাইম সিকিউরিটি নিশ্চিতকরণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস ও চোরাচালানসহ পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ ও ২৯ নবেম্বর গভীর সমুদ্রে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী নৌ মহড়া। এতে বাংলাদেশের ৩০সহ মোট ৩৮টি যুদ্ধজাহাজ অংশ নেবে।
×