ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ৫৫ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ নভেম্বর ২০১৭

বিদ্যুতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ৫৫ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘমেয়াদী বিদ্যুত উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে ২০৪১ সালনাগাদ ৫৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। শনিবার সেক্টর লিডারদের দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। বিদ্যুত বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে জানানো হয়, বিদ্যুত উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের লক্ষ্য অর্জনের জন্য ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ২১ বিলিয়ন মার্কিন ডলার, ২০২২ থেকে ২০৩১ সালের মধ্যে আরও ২৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩২ থেকে ২০৪১ সালের মধ্যে আরও অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। শনিবার বিদ্যুত ভবনে ‘সেক্টর লিডারস ওয়ার্কশপ ২০১৭’ এর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অন্যদের মধ্যে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ ও বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সততার সঙ্গে গ্রাহকদের সেবা করতে হবে। বিদ্যুত বিভাগের কাজই হচ্ছে নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা দেয়া। এ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা। কোম্পানিগুলো লাভজনক না লোকসানি সে বিবেচনা সরকার করবে।
×