ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্থলবন্দরগুলো থেকে আয় ১১০ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৫৩, ২৬ নভেম্বর ২০১৭

স্থলবন্দরগুলো থেকে আয় ১১০ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের দেশের সবগুলো স্থলবন্দর থেকে মোট ১১০ কোটি টাকা আয় করেছে সরকার। আর আলোচ্য সময়ে ওই বন্দরগুলোতে সরকারের ব্যয় হয়েছে ৫৩৪ কোটি ৪০ লাখ টাকা। বৃহম্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৮তম বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের সামগ্রিক কার্যক্রমের চিত্র উপস্থাপন করে। স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর রফিকুল ইসলাম (অব) জানান, বিগত অর্থবছরের অন্যান্য বছরের তুলনায় দেশের স্থলবন্দরগুলো থেকে আয় বেড়েছে। তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরের স্থলবন্দর থেকে মোট ১১০ কোটি টাকা আয় হয়েছে। বিপরীতে আলোচ্য সময়ে ওই বন্দরগুলোতে ব্যয় হয়েছে ৫৩৪ কোটি ৪০ লাখ টাকা। স্থায়ী কমিটিকে এ সময় জানানো হয়, দক্ষিণ এশিয়া আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সড়ক যোগাযোগ প্রকল্পের আওতায় বেনাপোল ও বুড়িমারি স্থলবন্দরের উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর্থিক সহায়তা দিচ্ছে বলেও কমিটিকে জানানো হয়। উল্লেখ, ২০১৫-১৬ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৮৩ কোটি টাকা। খালাস হওয়ার অপেক্ষায় থাকা পণ্যের জন্য শেড ও ইয়ার্ড ভাড়া, ওজন মাপার মাশুল, প্রবেশ মাশুল, শ্রমিক মজুরি, দলিলাদি প্রক্রিয়াকরণ মাশুল ইত্যাদি থেকে স্থলবন্দরের আয় হয়। দেশে বর্তমানে ২৩টি স্থলবন্দর আছে। তবে এর মধ্যে ১০টি স্থলবন্দর কার্যকর আছে। বাকিগুলো এখনও শুল্কস্টেশনের মতো চলে।
×