ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম থিয়েটার অলিম্পিকে বাংলাদেশের ৭ নাটক

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ নভেম্বর ২০১৭

অষ্টম থিয়েটার অলিম্পিকে বাংলাদেশের ৭ নাটক

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিকালে বাংলাদেশের মঞ্চনাটকের সুবর্ণ সময় যেন যাচ্ছে। বহির্বিশ্বে নাটক নিয়ে ঘুরে বেড়ানো, কিংবা নাটক নিয়ে নিরীক্ষা এবং সফলতার সময় যেন টের পাচ্ছে বাংলাদেশের নাট্যকর্মী ও নাট্য দর্শকরা। স্বাধীনতার পরে বা আগে মঞ্চনাটক যেভাবে প্রভাবিত করেছিল দেশকে সমাজকে ঠিক সেভাবে প্রভাবিত করলেও মঞ্চনাটক নিয়ে নিরীক্ষা কিন্ত থেমে নেই। নতুন নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে পদার্পণ করা নাট্যদলগুলো এখন অনেকটাই সরব তাদের নানা কর্মকা- নিয়ে। ঢাকা এবং ঢাকার বাইরে যেমন নাটক নিয়ে বেশ উৎসব হচ্ছে তেমনি আবার বিদেশের মাটিতেও বেশ সুনাম করছে বাংলাদেশের নাট্যদলগুলো। যদিও বা পার্শ্ববর্তী দেশ ভারতেই বেশিরভাগ সময় নিজেদের নাটকগুলো মঞ্চায়ন করার আমন্ত্রণ পায় দলগুলো। তবে একইভাবে ইউরোপের একাধিক দেশ এবং আমেরিকাতে বাংলাদেশী বাংলা নাটক মঞ্চায়নের কদর বাড়ছে। ফলে প্রবীণ নাট্যকর্মীদের পাশাপাশি তরুণ নাট্যকর্মীদের মধ্যে নিজ নিজ দলে নতুন এবং নিরীক্ষাধর্মী প্রযোজনা মঞ্চে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এ ছাড়া সাম্প্রতিক বেশ ক’টি ভাল প্রযোজনা দেশে বিদেশে দাপিয়ে বেড়াচ্ছে। নাটকগুলো দেশের পাশাপাশি একাধিকবার বিদেশে মঞ্চায়নের আমন্ত্রণ পেয়েছে এবং যথারীতি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এদিকে এক সুত্রে জানা গেছে উপমহাদেশের মঞ্চনাটকের তীর্থস্থান বলে খ্যাত নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আয়োজনে প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম থিয়েটার অলিম্পিক ২০১৮’। এই উৎসবে বাংলাদেশের ৭টি নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা পঞ্চাশ দিন ধরে চলবে বিশ্ব নাটকের এ মহোৎসব। থিয়েটার অলিম্পিকে মঞ্চস্থ হবে পৃথিবীর সেরা পাঁচ’শটি নাটক। নয়াদিল্লী ছাড়াও ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রদেশের শহরে নাটকগুলো প্রদর্শিত হবে। এছাড়াও থাকছে সাত শ’টি এ্যাম্বিয়েন্স পারফর্মেন্স। এ উৎসবে বাংলাদেশের বেশ ক’টি প্রদর্শিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফেইড্রা’, থিয়েটারের ‘বারামখানা’, প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের ‘ক্যালিওগুলা’ এবং প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘ঈর্ষা’ প্রভৃতি। উৎসবে এসব নাটক বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। জানা যায় প্রত্যেকটি থিয়েটার অলিম্পিকে একটি মূল ভাবনা নির্বাচিত করা হয়, যা এই সুবিশাল থিয়েটার উৎসবের চারিত্রিক বৈশিষ্ট্যকে পৃথকভাবে চিহ্নিত করে। ১৯৯৩ সালে প্রথম থিয়েটার অলিম্পিকের মূল ভাবনা ছিল ‘ট্র্যাজেডি’। আর ২০১৮তে অনুষ্ঠিতব্য ‘অষ্টম থিয়েটার অলিম্পিক’ এ থিম ‘ফ্ল্যাগ অব ফ্রেন্ডশিপ’।
×