ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারী সিদ্দিকীর প্রথম এ্যালবামের গানের রচয়িতা শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ নভেম্বর ২০১৭

বারী সিদ্দিকীর প্রথম এ্যালবামের গানের রচয়িতা শহীদুল্লাহ ফরায়জী

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর প্রথম এ্যালবামের শিরোনাম ‘দুঃখ রইল মনে’। এর সবগান লিখেছেন প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। বারী সিদ্দিকীর গাওয়া মোট গানের ১৬০টির মধ্যে ৮০টি গানের গীতিকার তিনি। এছাড়া এই গীতিকার ও সুরকার-শিল্পী জুটির জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘ছোট্ট একটা মাটির ঘর, কেউ আসে না নিতে খবর’, ‘চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান’, ‘আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে’, ‘এক মুঠো মাটির মালিকানা’, ‘আমি নাকি মন পোড়ানো কয়লার ব্যাপারি’। বারী সিদ্দিকীর সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে শহীদুল্লাহ ফরায়জীর। এ বিষয়ে তিনি বলেন, আমাদের দু’জনের বন্ধুত্ব ছিল অনেক গভীর। এখনও আমার মনে আছে আমার লিখা ‘ছোট্ট একটা মাটির ঘর, কেউ আসে না নিতে খবর’ গানটিতে সুর করার পর যখন বারী ভাই গাইলেন, তখন তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। আমাকে বললেন, আমাদের দু’জনের কবর পাশাপাশি হতে পারে না? বুঝতেই পারছেন, আমাদের বন্ধুত্ব কেমন ছিল। তিনি আরও বলেন, বারী সিদ্দিকী ভিন্ন ধারার বাংলা গানের প্রচলন করেন। তার কণ্ঠ, সুর আর গায়কীতে রয়েছে ভিন্নতা। আর তা সবাই গ্রহণ করেছেন। এই ভিন্নধারা গানের জন্য বারী সিদ্দিকী বাংলা গানের জগতে বেঁচে থাকবেন। আমি বিশ্বাস করি, বারী সিদ্দিকীর গানগুলোও শ্রোতাদের মুখে মুখে থাকবে। কখনও হারিয়ে যাবে না।
×