ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে আসছে গ্রীন টেকনোলজির নাহি এ্যালুমিনিয়াম

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে আসছে গ্রীন টেকনোলজির নাহি এ্যালুমিনিয়াম

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিল্প খাতে ক্রমে যুক্ত হচ্ছে সময়োপযোগী অনেক পণ্য। নির্মাণ শিল্প খাতে সংযোজন হচ্ছে গ্রীন টেকনোলজি পণ্য ‘এলুকো টাইগার’ ব্রান্ডের এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। এটি নির্মাণ ও প্রকৌশল খাতে সর্বশেষ প্রযুক্তি। ইতোমধ্যে টাকা সংগ্রহের পর উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের বিও হিসাবে আইপিও শেয়ার জমা হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের কারণ দর্শানো এবং পরিদশর্নের অনুমতি মেলায় এখনও বাজারে আসেনি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শনের পর কোম্পানিটির লেনদেন শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, মূলত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্মাণ প্রযুক্তিতে অভিনব বিউটি প্রোডাক্ট হিসেবে এর উৎপাদন ও মার্কেটিং শুরু হয়। এটি দুই দিকে এ্যালুমনিয়াম শীট এবং মাঝখানে এলডিপিই’র সমন্বয়ে তৈরি। এটি চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজ এবং হরেক কালারের হয়ে থাকে। বাংলাদেশে এক সময় এটি পুরোপুরি আমদাননির্ভর ছিল। আমদানিনির্ভরতা কাটিয়ে উঠতে ২০১৩ থেকে এটি উৎপাদন শুরু করেছে নাহি গ্রুপ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুউচ্চ ভবনের বাইরে রং করা একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। আবার রং করা ভবন দু’-এক বছর পরপর নতুন করে রং করতে হয়। এ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেলে একটানা ২০ বছরের বেশি কালার অক্ষুণœ থাকে। একটি ভবনকে আভিজাত্য কর্পোরেট লুক দেয় এ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেল। এটি হাইরাইজ ভবনের জন্য যুতসই গ্রীন প্রোডাক্ট। একটি পুরনো ভবনেও এর ব্যবহারে আসে দৃষ্টিনন্দন নতুনত্ব। বসুন্ধরা কনভেনশ হল, যমুনা ফিউচার পার্ক, পলওয়েল মার্কেটসহ অসংখ্য ভবনের বাইরে এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ব্যবহার হয়েছে। নাহি গ্রুপের এ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেল সম্পর্কে বুয়েটের প্রফেসর এবং আইপিই বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার ড. নাফিস জানান, বিদেশী এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের চেয়ে নাহির এ্যালুমনিয়াম কম্পোজিট প্যানেলের থিকনেস, কালার ফিনিশিং এবং অন্যান্য মান যথেষ্ট ভাল। বুয়েটের টেস্টে এসব বিষয় স্পষ্ট হয়েছে বলে তিনি জানান।
×