ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন বিনিয়োগকারী তৈরিতে ভার্চুয়াল ট্রেডিং চালু হচ্ছে

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ নভেম্বর ২০১৭

নতুন বিনিয়োগকারী তৈরিতে ভার্চুয়াল ট্রেডিং চালু হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বিনিয়োগকারী তৈরি করতে ভার্চুয়াল ট্রেডিং সিমিউলেটর চালু হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি সিএসইর ঢাকা কার্যালয়ে এই চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার ও লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। সিএসইর চেয়ারম্যান একে আব্দুল মোমেন, পরিচালক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মঈনুল ইসলাম মাহমুদ, এমদাদুল ইসলাম ও শাহজাদা মাহমুদ চৌধুরী, ঢাকা অফিসের ডিজিএম মোঃ গোলাম ফারুক, ডিজিএম ও আইটি বিভাগের প্রধান হাসনাইন বারি এবং লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ মুইনুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সিএসইর চেয়ারম্যান তার বক্তৃতায় বলেন, আমাদের পুঁজিবাজার এখনও বেশ দুর্বল। এর মূল কারণ হলো ছোট বাজারে বড় দুটি বিপর্যয়। তবে আমাদের এই বাজারের সম্ভাবনা অনেক বেশি। সম্ভাবনাকে কাজে লাগিয়ে পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সাইফুর রহমান মজুমদার বলেন, আমরা নতুন বিনিয়োগকারীদের বাজারের প্রতি আকৃষ্ট করতে কিছু করার চিন্তা ছিল। পরে লংকাবাংলার পক্ষ থেকে এই অফার দিলে আমরা গ্রহণ করি। আমরা মনে করি এটি পুঁজিবাজারের জন্য আরও একটি নতুন মাইলফলক। নাসির উদ্দিন চৌধুরী বলেন, দেশে এই প্রথম ভার্চুয়াল ট্রেডিং সিমিউলেটর চালু হলো। এটি আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফল। এই সিমিউলেটর বিনিয়োগকারী যথাসময়ে ট্রেডিংয়ের ব্যাপারে প্রকৃত অভিজ্ঞতা প্রদান করবে। তিনি বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চলমান প্রয়াস আরও গতি বাড়াবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী ৫ বছরে ১০ লাখ নতুন বিনিয়োগকারী তৈরির আশা প্রকাশ করেন তিনি।
×