ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের পুঁজিবাজারের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে ৬ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে প্রায় ৩ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৯৭৩ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৪ কোটি ৯৯ লাখ ৪০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৬৪ শতাংশ বা ৪০ দশমিক ৪২ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ শতাংশ বা ৩১ দশমিক ১৮ পয়েন্ট। তবে ডিএসই৩০ সূচক কমেছে ২ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দর। অন্যদিকে মোট লেনদেনের ৮৮ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৫ দশমিক ৭২ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ৩২ শতাংশ এন এবং ১ দশমিক ৯৬ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবল লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহজুড়ে ২৫ কোটি ৭৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক এই তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮.৬৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ১০.৯৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০.৮০ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০.১৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১০ শতাংশ, ন্যাশনাল টিউবের ৯.৮০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৫৬ শতাংশ, সিএমসি কামালের ৯.৫০ শতাংশ এবং ফাইন ফুডের শেয়ার দর বেড়েছে। এই সপ্তাহে দর হারানোর শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫১.২০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে ১৮ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সাইফ পাওয়ারটেকের ২১.৫৬ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৮.৮৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৮.২২ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১৪.৪৯ শতাংশ, ওয়াইমাক্সের ১১.৮১ শতাংশ, মুন্নু জুটের ১১.৭৮ শতাংশ, বারাকা পাওয়ারের ১০.৩৭ শতাংশ, বিবিএস কেবলের ১০.১৭ শতাংশ এবং শমরিতা হসপিটালের ৯.৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
×