ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামুদ্রিক অভয়ারণ্য তৈরি...

প্রকাশিত: ০৩:৩৫, ২৬ নভেম্বর ২০১৭

সামুদ্রিক অভয়ারণ্য তৈরি...

মেক্সিকোর সরকার কয়েকটি দ্বীপের কাছাকাছি এলাকায় একটি বৃহৎ সামুদ্রিক অভয়ারণ্য তৈরি করেছে, যাতে শত শত প্রজাতির রে মাছ, তিমি ও সামুদ্রিক কচ্ছপের বিলুপ্তি রোধ করা যায়। দক্ষিণ-পূর্ব উপকূলের আগ্নেয় দ্বীপগুলোর সমন্বয়ে রিভিলেজিজিডো আরচিপিলাগো নামে এ অভয়ারণ্য তৈরি হয়েছে। অভরারণ্যে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় এ সামুদ্রিক অভয়ারণ্যের সুরক্ষা জোন হচ্ছে ৫৭ হাজার বর্গমাইল (এক লাখ ৫০ হাজার কিলোমিটার) এলাকা। -বিবিসি প্যারিসের রাস্তায় বাঘ! ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থল ফিফটিনথ ডিস্ট্রিক্টের রাস্তায় একটি বাঘকে ঘুরে বেড়াতে দেখা গেছে। তবে কারও কোন ক্ষতি করার আগেই তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। বাঘটির মালিক বোরমান সার্কাস দল। মাত্র কয়েকদিন আগেই তারা প্যারিসে গেছে। ৩ ডিসেম্বর থেকে তারা প্রদর্শনী শুরু করবে। শুক্রবার বাঘটি সার্কাস দলের খাঁচা ভেঙ্গে পালিয়ে যায়। -বিবিসি
×