ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাফিজ সাঈদের মুক্তিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ॥ বিচার দাবি

প্রকাশিত: ০৩:৩৪, ২৬ নভেম্বর ২০১৭

হাফিজ সাঈদের মুক্তিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ॥ বিচার দাবি

পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতের মুম্বাই সন্ত্রাসী হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদের মুক্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রাম্প প্রশাসন তাকে গ্রেফতার ও অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আহ্বান জানিয়েছে।-খবর বিবিসি, আল-জাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার। ২০০৮ সালের মুম্বাই হামলায় ১৬০ জনেরও বেশি নিহত হয়েছিলেন। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর লাহোরে গত জানুয়ারি থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তার গৃহবন্দিত্বের মেয়াদ বাড়াতে সরকার আবেদন করলে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে শুক্রবার সকালে তাকে মুক্তি দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নওয়ার্ট বলেন, হাফিজ সাঈদের মুক্তিতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এলইটি যুক্তরাষ্ট্রের নাগরিকসহ শতাধিক নিরপরাধ বেসামরিক লোকের মৃত্যুর জন্য দায়ী। পাকিস্তান সরকারের উচিত তাকে আটক করা ও তার অপরাধের শাস্তি নিশ্চিত করা। মুম্বাই হামলায় জড়িত সন্দেহে ২০১২ সালে যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য এক কোটি টাকা নির্ধারণ করে।
×