ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বছরের ‘সেরা ব্যক্তি’ উপাধি ফিরিয়ে দিলেন ট্রাম্প!

প্রকাশিত: ০৩:৩৪, ২৬ নভেম্বর ২০১৭

বছরের ‘সেরা ব্যক্তি’ উপাধি ফিরিয়ে দিলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টাইম ম্যাগাজিন তার সাক্ষাতকার ও ছবি তোলার বিনিময়ে তাকে ‘বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত করার প্রস্তাব দিলে, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। খবর এএফপি। এক টুইট বার্তায় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ম্যাগাজিনটি গত বছরের মতো এবারও আমাকে ‘সম্ভাব্য’ সেরা ব্যক্তি’ হিসেবে মনোনীত করার কথা জানায়। সেই সঙ্গে সাক্ষাতকার ও বেশকিছু ছবিতে পোজ দেয়ার কথা জানালে আমি ধন্যবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করি। কেননা, এতে কোন ভাল ফল বয়ে আনবে না। এর জবাবে টাইম ম্যাগাজিন তাদের টুইট বার্তায় বলেছে, আমরা কীভাবে বছরের সেরা ব্যক্তি নির্বাচন করি সে বিষয়ে প্রেসিডেন্টের কিছু ভুল ধারণা আছে। টাইম নীতিগতভাবে কোন তথ্য ছাপা হওয়ার আগে প্রকাশ করে না। আগামী ৬ ডিসেম্বর আমাদের এই সংখ্যা প্রকাশিত হবে। এ প্রসঙ্গে টাইমের সাবেক সম্পাদক রিচার্ড স্টেনজেল তার টুইটে আরও কড়া মন্তব্য করে বলেন, আমার লজ্জা হচ্ছে আপনাকে এই কথা বলতে যে, সম্ভবত শব্দের অর্থ হচ্ছে, আপনি বছরের সেরা ব্যক্তি নন। তারা কেবল আপনার কিছু ছবি তুলতে চেয়েছিল এবং আপনার টুইটারে এখনও সেই ভুয়া খবরের অংশ বিশেষ রয়ে গেছে বলে আমার বিশ্বাস।
×