ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৩৮, ২৫ নভেম্বর ২০১৭

শেরপুরে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মরিয়মনগর কমিউনিটি সেন্টার মাঠে স্রষ্টার উদ্দেশ্যে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ওই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩টায় গারো সম্প্রদায়ের ধর্মীয় রীতিতে স্রষ্টার প্রতি আনুগত্যের প্রকাশ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সী কয়েক শত মানুষ অংশ নেন। প্রার্থনাপর্ব পরিচালনা করেন খামাল প্রভাত কুবি। বাগাছাস’র কেন্দ্রীয় সাবেক সভাপতি পবিত্র ম্রং এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক অসীম ম্রং, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর সত্যজিৎ মৃ প্রমুখ। শেষে গারো শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
×