ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

প্রকাশিত: ০৮:১৬, ২৫ নভেম্বর ২০১৭

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

স্টাফ রিপোর্টার ॥ দুই দিনব্যাপী ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে আজ শনিবার। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী শনিবার সকালে সেমিনারটি উদ্বোধন করবেন। এখানে পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলোতে সম্মানিত অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, বাংলা একাডেমির মহাপরিচালক শামজুজ্জামান খান, সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, ভারত, কম্বোডিয়া ও বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও বিশেষজ্ঞগণ যোগ দেবেন। অনুষ্ঠানটির সহযোগী আয়োজক হিসেবে থাকবে গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’।
×