ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাল ফলের প্রত্যাশা আরচার রুমানার

প্রকাশিত: ০৬:৩১, ২৫ নভেম্বর ২০১৭

ভাল ফলের প্রত্যাশা আরচার রুমানার

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক আরচারিতে বাংলাদেশী আরচার হিসেবে এককে সবচেয়ে বেশি (৪টি) স্বর্ণপদক অর্জন। প্রথম ও একমাত্র আরচার হিসেবে টানা তিন বছর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে স্বণপদর্ক অর্জন। জাতীয় চ্যাম্পিয়নশিপে (২০১৪) এককে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন (৩৩৫, আগের রেকর্ড ২০১০ আসরে ইমদাদুল হক মিলনের ৩৩৩ পয়েন্ট)। যার কথা বলছি, তিনি রুমান সানা। বর্তমানে বাংলাদেশের সেরা তীরন্দাজ। তবে এখানেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান আরচারি চাম্পিয়নশিপে অংশ নিয়ে এশিয়ার সেরা আরচারদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে চান। এই টুর্নামেন্ট সামনে রেখে ভারতীয় কোচ নিশীথ দাসের অধীনে টঙ্গীতে আট মাস অনুশীলন করেছেন তিনি। অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। টুর্নামেন্টে দলীয় লক্ষ্য প্রসঙ্গে নিশীথ দাস বলেন, ‘সেমিফাইনালে যাওয়াই আমাদের লক্ষ্য। আমার দৃঢ় বিশ্বাস রুমান ভাল করবে।’ কোচের সুরে সুর মেলান রুমানও, ‘এবারের মতো অনুশীলন কোন টুর্নামেন্টের আগেই হয়নি। আমরা নিজস্ব মাঠে দীর্ঘদিন অনুশীলন করেছি। সেখানে থাকা-খাওয়ার পরিবেশ যথেষ্ট ভাল। আশাকরি টুর্নামেন্টে ভাল কিছু করতে পারব।’ সর্বশেষ ২০১৫ ব্যাংকক এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুমান কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলেন। হেরে যান এক নম্বর আরচার দক্ষিণ কোরিয়ার কিম হাঙ্কের কাছে। রুমান আরও বলেন, ‘প্রস্তুতি যা হয়েছে ভাল। সেমিফাইনালে যাওয়া অসম্ভব না। তবে টঙ্গীতে অনুশীলন ভাল হলেও ম্যাচ ভেন্যুতে অন্তত ১০ দিনের মতো অনুশীলন করতে পারলে ভাল হতো। এখানে চারিদিকে আটকানো। বাতাসটা ঘুরতে থাকে। জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বাতাস। বঙ্গবন্ধুতে অনুশীলন করতে পারলে লক্ষ্যটা (এইম) সম্পর্কে একটা পূর্ব ধারণা পেতাম। তীরটা মারলাম সেটা ৯-এ গেল না ১০ গেল কিংবা ইয়োলো পড়ল সেটা বোঝা যেত। এটা নিয়ে কিছুটা নার্ভাস আছি।’ ২০০৮ সালে বিকেএসপিতে ক্যারিয়ার শুরু হয় রুমানের। এরপর ২০১২ সালে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব এবং ২০১৩ সাল থেকে বাংলাদেশ আনসার ও ভিপির হয়ে খেলে যাচ্ছেন ২২ বছর বয়সী এই আরচার। খুলনার ছেলে রুমান। বাগালির কয়রাতে তার গ্রামের বাড়ি। বাবা চাকরিজীবী আব্দুল গফুর সানা এবং গৃহিণী মা বিউটি বেগমের ২ ছেলে, ১ মেয়ের মধ্যে সবার ছোট রুমান। জন্ম খুলনায়, ৮ জুন, ১৯৯৫ সালে। গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমান এবার এশিয়ান আরচারিতে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।
×