ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে প্রযুক্তি

প্রকাশিত: ০৬:৩১, ২৫ নভেম্বর ২০১৭

বিপিএল ফুটবলে প্রযুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের আগামী মৌসুম শুরু হবে ২০১৮ সালের জুলাই থেকে। যেখানে বিদেশী খেলোয়াড়ের সংখ্যা না বাড়লেও ক্লাবগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চালু হতে পারে এশিয়ান ফুটবলার কোটা। এমনটাই জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। সঙ্গে বিপিএলের স্বচ্ছতা বাড়াতে বিদেশী রেফারির সঙ্গে বাড়ানো হবে প্রযুক্তির ব্যবহার। চলতি লীগে আরামবাগ ক্রীড়া সংঘ বনাম সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে একটি ফাউল নিয়ে আপত্তি তোলে প্রিমিয়ার লীগের নবাগত দল সাইফ। আরামবাগের বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে জুয়েল রানাকে ডি-বক্সের ভেতরে আরাফাত হোসেন ফেলে দেন। একে কেন্দ্র করে ম্যাচে দেখা দেয় উত্তেজনা। পরে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পেশাদার লীগ কমিটিকে আনুষ্ঠানিক চিঠি দেয় সাইফ। বিপিএলে বাজে রেফারিং নিয়ে ক্লাবগুলোর অভিযোগের তীর দেশের ফুটবলে নতুন কোন ঘটনা নয়। তাইতো আগামী মৌসুম থেকে প্রিমিয়ার লীগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে লীগ কমিটি। সঙ্গে বিপিএলের সূচীতেও আসছে পরিবর্তন। গত কয়েক মৌসুম ধরে বৃষ্টির কবলে পড়ে বারবার বদলেছে লীগের সূচী। প্রথমে আগস্ট বলা হলেও ২০১৮/১৯ মৌসুম শুরু হবে জুলাইতে। তবে তিন বিদেশী খেলোয়াড় কোটায় আসছে না কোন পরিবর্তন। কিন্তু যে দলটি এএফসি ক্লাব টুর্নামেন্টের খেলার যোগ্যতা অর্জন করবে, তাদের ক্ষেত্রে কিছুটা নমনীয় হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে লীগে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে আগামী মৌসুম থেকে দুটি ক্লাব রেলিগেশন হবার সঙ্গে এশিয়ান কোটা চালু করার পরিকল্পনার কথা জানান বাফুফের শীর্ষ এই কর্তা।
×