ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের কোচ

প্রকাশিত: ০৬:৩১, ২৫ নভেম্বর ২০১৭

পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচ এ্যান্থনি হাডসন। বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার সপ্তাহ খানিকের মধ্যে হঠাৎ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। এ প্রসঙ্গে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত তিন বছরে সাফল্যের জন্য দলের সকল খেলোয়াড় যে প্রচেষ্টা করেছেন তা সত্যিই অসাধারণ। এই তিন বছরে দলটির সঙ্গে কাজ করতে পেরে আমিও গর্বিত। আমি মনে করি গত তিন বছরে যে সময়টা এই দলকে আমি দিয়েছি সেটাই হবে ভবিষ্যত সাফল্যের মূল ভিত্তি।’ এ্যান্থনি হাডসনের অধীনে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড দলের পারফর্মেন্স খুবই প্রশংসনীয়। ২০১৮ বিশ্বকাপের প্লে-অফের প্রথম লেগেও দুর্দান্ত খেলেছে তার দল। লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী পেরুর সঙ্গে ম্যাচেও গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু দুর্ভাগ্য ব্ল্যাক ক্যাপসদের। লিমায় দ্বিতীয় লেগেই হেরে যায় তারা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে পেরুর কাছে ২-০ গোলে হারায় রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায় নিউজিল্যান্ডের ফুটবলপ্রেমীদের। নিউজিল্যান্ডের আগে ৩৬ বছর বয়সী এই ইংলিশ কোচ বাহরাইনেরও কোচের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের রিজার্ভ দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তার মতো শীর্ষ সারির কোচকে হারিয়ে হতাশ নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী এ্যান্ডি মার্টিন। হাডসনের বিদায়ের পর তিনি বলেন, ‘এ্যান্থনির মতো শীর্ষসারির একজন কোচকে হারিয়ে আমরা হতাশ। কিন্তু আমরা তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, সেইসঙ্গে তার ভবিষ্যত অভিযানের সাফল্য কামনা করি।’
×