ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ নভেম্বর ২০১৭

 টু   ক  রো  খ   ব   র

শ্রীপুরে বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে এক কারখানার বয়লার থেকে ছিটকে পড়া আগুনের স্ফুলিঙ্গে পার্শ্ববর্তী এক বাড়িতে শুক্রবার অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির মালামাল পুড়ে ছাই হয়েছে। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ জানান, পৌর এলাকার বেড়াইদেরচালা এলাকার এসকিউ গ্রুপের এফএস সোয়েটার কারখানার পার্শ্ববর্তী মাজাহারুল ইসলামের বাড়িতে শুক্রবার অগ্নিকা-ের ঘটনা ঘটে। কারখানার বয়লার রুম হতে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পার্শ্ববর্তী ওই বাড়ির টিনের ওপর জমে থাকা সুতার স্তূপে পড়লে সেগুলোতে আগুন লাগে। কারখানার পার্শ্ববর্তী বাড়ি হওয়ায় কারখানার ব্যবহার্য বিভিন্ন রকমের সুতার স্তূপ ওই বাড়ির টিনের চালে জমেছিল। আগুন মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নূরুল হক মিস্টার জানান, বসতবাড়িতে লাগা আগুনের সঙ্গে কারখানার বয়লার মেশিনের কোন সম্পর্ক নেই। বরং কারখানা থেকে পানি দিয়ে আগুন নেভাতে সহায়তা করা হয়েছে। তারপরও বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। রংপুরে গুদাম নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, মহানগরের সিও বাজার এলাকায় অগ্নিকা-ে অলিম্পিক বিস্কুট ও ড্রাইসেল ব্যাটারির একটি গুদাম ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে গুদামটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, ডায়মন্ড পার্টিকেল বোর্ড কারখানার পাশে ভাড়া নেয়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের রংপুর বিভাগীয় ডিপোতে অগ্নিকা- সংঘটিত হয়। গুদামের পাশে পেপার কাটিং ঘর থেকে রাতে আগুনের সূত্রপাত হয়। এই ডিপোর মালিক রংপুর চেম্বারের সহ-সভাপতি ও রাইডা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রিপন হাজী। অলিম্পিক ইন্ডাস্ট্রির রংপুর বিভাগীয় এরিয়া ম্যানেজার নুরুজ্জামান ফিরোজের দাবি, অগ্নিকা-ে তাদের গোডাউনের প্রায় ৫ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বামী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে স্বামী-শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধূ রত্না বেগমের বাবা এ মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আত্মহত্যা চেষ্টার পরও রত্না বেগম বেঁচেছিলেন। কিন্তু বিলম্ব করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে স্বামীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তে পাঠিয়েছে। থানায় দায়ের করা মামলায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবিরহাওলা গ্রামের দিনমজুর মনির সিকদার অভিযোগ করেন, তিন বছর আগে তার মেয়ে রত্না বেগমের সঙ্গে নলবুনিয়া গ্রামের মৃত রফিক সরদারের ছেলে রাসেল সরদারের বিয়ে হয়। রাসেল সরদার ঢাকায় দিনমজুরের কাজ করে। এ দম্পতির রাফি নামের দেড় বছরের একটি ছেলে রয়েছে। রাফিকে তার মা রত্না বেগম চড়-থাপ্পড় মারলে এ নিয়ে শাশুড়ি ভানু বেগমের সঙ্গে ঝগড়া হয়। এর সূত্র ধরে স্বামী রাসেল সরদার বাড়ি এসে রত্না বেগমকে বেদম মারধর করে এবং আত্মহত্যায় প্ররোচনা দেয়। মামলার অন্য আসামিরাও এতে সায় দেয়। রাগে-ক্ষোভে রত্না বেগম ঘটনার সময় ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারী উপজেলার বাঘভা-ার সীমান্তের মানিককাজী গ্রামের বিল থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মানিককাজী গ্রামের একদল কৃষক ওই সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৪-এর পাশে একটি বিলে ধান কাটতে যায়। এ সময় বিলের পানিতে একটি লাশ পড়ে থাকতে দেখে বাঘভা-ার বিজিবি ক্যাম্প ও ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পরে বিজিবির সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি ভারতীয় নাগরিক বলে শনাক্ত করে পুলিশ। নিহত ব্যক্তি কুচবিহার জেলার দিনহাটা থানার কালামাটি গ্রামের আব্দুর আজিজ মৌলবীর ছেলে সাইফুর (৫০) বলে জানা গেছে। পিস্তলের গুলিতে আসামির আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ নবেম্বর ॥ পৌর এলাকার ছাতিয়ানী মহল্লার ভাংচুর, মারামারির দুই মামলার আসামি বাবু খন্দকার নিজ বুকে পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছে। সে ওই মহল্লার ফজলে রাব্বি সড়কের মনি খন্দকারের ছেলে। জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বাবু নিজ বাড়িতে সবার অগোচরে পিস্তল দিয়ে বুকের ডান পাশে গুলি করে। এসময় তার মা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় পুলিশ আত্মহত্যার কাজে ব্যবহৃত পিস্তলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। বিষ ঢেলে মাছ নিধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন উপজেলার নরদাশ গ্রামের জোনাব আলী ও চন্ডিপুর গ্রামের উৎপল কুমার। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, উপজেলার নরদাশ গ্রামের মাছ চাষী রফিকুল ইসলাম একই এলাকার একটি পুকুর ইজারা নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি তার ভাই আফজাল হোসেন পাহারা দেয়াসহ দেখাশোনা করেন। বৃহস্পতিবার রাতে একই এলাকার কয়েক ব্যক্তি পুকুর পাড়ে এসে পুকুরের বিভিন্ন স্থানে তরল বিষ ঢেলে দেয়। এ সময় পাহারাদার বিষয়টি টের পেলে তাকে মেরে ফেলাসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান। শুক্রবার সকালে পুকুরে মরা মাছ ভেসে ওঠে। বিষ প্রয়োগের কারণে পুকুরে থাকা রুই, কাতল, ও কার্প জাতীয় প্রায় ৪০ মণ মাছ মরে যায়।
×