ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের পাঁচ বছর ॥ নিহতদের স্মরণ

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ নভেম্বর ২০১৭

তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের পাঁচ বছর ॥ নিহতদের স্মরণ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ নবেম্বর ॥ এদেশে ২৪ নবেম্বর পোশাক শিল্পে দুর্ঘটনার একটি কলঙ্ক ও বিভীষিকাময় দিন। উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অবস্থিত ‘তাজরীন’ ফ্যাশনের অগ্নিকান্ডের পাঁচ বছর পূর্তি হলো শুক্রবার। ২০১২ সালের এ দিনে তাজরীনে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১শ’ ১৭ শ্রমিক মারা যায়। তাই, এ ট্র্যাজেডিকে হৃদয়ে এখনও বয়ে বেড়াতে হচ্ছে অগ্নিকা-ে হতাহত শ্রমিকদের পরিবারের স্বজনদের। নিহতদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর সেই ভয়াল স্মৃতিকে সঙ্গে নিয়ে কোন ধরনের অতিবাহিত করছে দিন। আর শারীরিকভাবে চিরদিনের জন্য অক্ষম হয়ে যাওয়া সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার। তাজরীন ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীনের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা করেন। এ সময় শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।
×