ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবা বিক্রি না করায় স্ত্রীকে ও চাঁদা দাবিতে চালককে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ নভেম্বর ২০১৭

ইয়াবা বিক্রি না করায় স্ত্রীকে ও চাঁদা দাবিতে চালককে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ নবেম্বর ॥ ইয়াবা বিক্রি করতে রাজি না হওয়ায় ঘুমন্ত স্ত্রীর মুখে বিষ ঢেলে ও গলা টিপে হত্যার চেষ্টা করেছে মাদক বিক্রেতা স্বামী। শুক্রবার ভোরে পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। এছাড়া, চাঁদা না পেয়ে এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার জামসিং মহল্লায়। জানা গেছে, স্থানীয় ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচিত মাদক বিক্রেতা হেলাল মিয়া বেশ কিছুদিন ধরে স্ত্রী রুমা আক্তারকে (৩৫) মাদক বিক্রি করার জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু এতে রাজি না হওয়ায় এদিন ভোরে ঘুমন্ত স্ত্রীর মুখে বিষ ঢেলে ও গলা টিপে হত্যার চেষ্টা করে হেলাল। এ সময় রুমার চিৎকারে মেয়ে ফারজানা এগিয়ে এলে হেলাল পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তিন সন্তানের ওই জননীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, চাঁদা না পেয়ে এক অটোরিক্সা চালককে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় বারেকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় আহত অটোরিক্সা চালকের নাম এবারত হোসেন। সে স্ত্রী-সন্তান নিয়ে পৌর এলাকার জামসিং মহল্লায় বসবাস করে। জানা যায়, অর্ধশতাধিক অটোরিক্সার প্রতিটি থেকে প্রতিদিন ১শ’ টাকা করে চাঁদা দাবি করে আসছিল ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল হকের ছেলে সন্ত্রাসী ইমতিয়াজ আহমেদ সুমন। কিন্তু এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে এবারতকে লোহাড় রড, হকিস্টিক প্রভৃতি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় সুমন ও তার বাহিনী। সন্ত্রাসীরা এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন সেখানে ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই অন্যান্য অটোরিক্সা চালকরা একজোট হয়ে সুমনকে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ করে।
×