ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমিদস্যুদের প্রতিহত করার ঘোষণা এমপি গাজীর

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ নভেম্বর ২০১৭

ভূমিদস্যুদের প্রতিহত করার ঘোষণা এমপি গাজীর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ নবেম্বর ॥ কৃষকদের জমি না কিনে অবৈধভাবে ও জোরপূর্বক বালু ভরাট করলে জনগণকে সঙ্গে নিয়ে ভূমিদস্যুদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শুক্রবার বিকেলে উপজেলার ভোলাব এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ভোলাব ইউনিয়নের কাজলা বিল, কানি বিলসহ আশপাশে কৃষকরা ধানের ফসল করে জীবিকা নির্বাহ করে আসছে। এক শ্রেণীর ভূমিদস্যু কৃষকদের জমি না কিনেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক জবদরদখলে নিতে চাচ্ছে। বিশেষ করে কানাডিয়ান সিটি, রিমঝিম সিটিসহ কয়েকটি আবাসন প্রকল্পের নিয়োজিত ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। তাই যার যার জমিতে সীমানা নির্ধারণ করতে হবে। কেউ সীমানার ভেতরে ঝামেলার চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা নেবে। ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, এ্যাডভোকেট তারাজ উদ্দিন, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ। চবি শিক্ষার্থীর ‘ব্রিটিশ রয়্যাল একাডেমি’ সম্মাননা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সহশিক্ষা কার্যক্রমে বিশেষ দক্ষতা ও পারদর্শিতা অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রয়্যাল একাডেমির সম্মাননা পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সংস্থাটি প্রতি বছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কো-কারিকুলার এক্টিভিটিস গোল্ড পিন’ নামের এই সম্মাননা দিয়ে থাকে। এবার সম্মাননা পেয়েছেন চবির ফার্মেসি বিভাগের মাস্টার্সের ছাত্রী নওরীন মনির প্রমা। ব্রিটেনের রানী এলিজাবেথের পুত্রবধূ সোফি ওয়েসেক্স চবির এ শিক্ষার্থীকে ব্রিটিশ হাইকমিশনার এলিসন বেইকের বাসভবনে গোল্ড পিন ও সনদপত্র প্রদান করেন। সম্মাননা পাওয়া শিক্ষার্থী নওরীন বৃহস্পতিবার চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
×